• আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ওসমান হাদি গুলিবিদ্ধ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল | নির্বাচনকে বানচাল করার মতো কোনও শক্তি পৃথিবীতে নেই’ | রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই | পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম | চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান | মঙ্গলবার ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, স্লট বাতিল চেয়েছে এফএআই এভিয়েশন | শাহবাগ অবরোধ ৫ কলেজের শিক্ষার্থীদের | যেভাবে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী | উনি মানসিক ভাবে অসুস্থ!’ জেলে বসেই মুনিরকে নিশানা ইমরানের, দেখা করার পর দাদার বার্তা প্রকাশ উজ়মার | এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা |

প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ

| নিউজ রুম এডিটর ৭:১৯ অপরাহ্ণ | জুন ২৫, ২০২৫ বিএনপি, রাজনীতি, লিড নিউজ

 

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, পঞ্চম সংশোধনীর মূলনীতি বহাল চায় বিএনপি। যেখানে বিসমিল্লাহ এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। একইসঙ্গে কমিশনের প্রস্তাবনা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যোগ করতে চায় বিএনপি।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না।

‘শুধু নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিলেন বলেই নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে হবে- এই ধারণা থেকে বের হতে হবে’, যোগ করেন সালাহউদ্দিন আহমেদ।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানের আইন সংস্কার করে নিয়োগের ব্যবস্থার সুপারিশ চাওয়া হয়েছে, যাতে সার্চ কমিটি স্বচ্ছভাবে কাজ করতে পারে। এছাড়া স্বাধীন নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং মুক্ত গণমাধ্যম নিশ্চিত হলে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে।