• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা |

সাংবাদিকের উপর হামলা; প্রতিবাদে হাতীবান্ধায় মানববন্ধন

| নিউজ রুম এডিটর ৮:১২ অপরাহ্ণ | আগস্ট ১৪, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর ও হাতীবান্ধায় পৃথক পৃথকভাবে ৫ জন সাংবাদিকের উপর হামলার ঘটনায় হাতীবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ আগষ্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে প্রেসক্লাব হাতীবান্ধার আয়োজনে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগীতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, পাটগ্রাম প্রেসক্লাব সভাপতি সফিউল আলম লাবু, সম্পাদক আজিজুল ইসলাম দুলাল, হাতীবান্ধা প্রেসক্লাব সম্পাদক নূরল হক, সাবেক সম্পাদক কাজি আলতাব হোসেন, যমুনা টেলিভিশনের রংপুর প্রতিনিধি সরকার মাজহারুল মান্নান, এনটিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন কুমার দে, নির্বাহী সম্পাদক ফারুক হোসেন নিশাত, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দুলাল, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহার্রূপ সুমন, এশিয়ান টেলিভিশনের ফারুক হোসেন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নিয়াজ আহম্মেদ শিপন, লালমনিরহাট প্রতিনিধি আজিজুল ইসলাম বারীসহ বিভিন্ন গনমাধ্যমকর্মীগণ বক্তব্য রাখেন।

উল্লেখ্য গত শুক্রবার লালমনিরহাট সদরে যমুনা টেলিভিশন, প্রথম আলো ও এখন টেলিভিশনের চার জন সাংবাদিক ও হাতীবান্ধায় দৈনিক আজকালের খবরের সাংবাদিক হামলার শিকার হন।