• আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপ, ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল জরিমানা

| নিউজ রুম এডিটর ৬:৫৬ অপরাহ্ণ | মার্চ ৩, ২০২৩ সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ বিনোদোন পার্কের নামে অসামাজিক কার্যকলাপের কারণে বেশ কয়েক বার ভ্রাম্যমাণ আদালতে সাজা হয় তার। যেন আলোচনায় থাকতেই পছন্দ করেন মোজাম বিনোদোন পার্কের মালিক মোজাম্মেল হক। তাছাড়া গত ১০ আগস্ট কথিত এ বিনোদোন পার্কে সবুজ মিয়া (২৫) নামের এক যুবক খুন হওয়ার পরও থেমে নেই এ রকম অসামাজিক কার্যকলাপ।

বৃহস্পতিবার (২মার্চ) বিকালে বুলাকীপুর ইউপির কালু পাড়ার মোজাম্মেল হকের আম বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম থানা পুলিশ নিয়ে এক ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় মোজাম্মেল হককে না পাওয়া গেলও বিনোদন পার্ক থেকে ৪ জন পুরুষ ও একজন মহিলাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

এতে সোহান মিয়া (২৫), আনারুল ইসলাম (৩৫), ও সেতু আক্তার (২৬) নামের এক নারীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং আজাদ হোসেন (২৬) ও রানা মিয়া (২৯) নামের দুই জনকে দুইশত টাকা জরিমানা করেন। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মায়া (১৭) নামের এক কিশোরীকে তার আত্নীয়ের জিম্মায় প্রদান করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের আজ শুক্রবার (৩ মার্চ) সকালে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।