

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ বিনোদোন পার্কের নামে অসামাজিক কার্যকলাপের কারণে বেশ কয়েক বার ভ্রাম্যমাণ আদালতে সাজা হয় তার। যেন আলোচনায় থাকতেই পছন্দ করেন মোজাম বিনোদোন পার্কের মালিক মোজাম্মেল হক। তাছাড়া গত ১০ আগস্ট কথিত এ বিনোদোন পার্কে সবুজ মিয়া (২৫) নামের এক যুবক খুন হওয়ার পরও থেমে নেই এ রকম অসামাজিক কার্যকলাপ।
বৃহস্পতিবার (২মার্চ) বিকালে বুলাকীপুর ইউপির কালু পাড়ার মোজাম্মেল হকের আম বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম থানা পুলিশ নিয়ে এক ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় মোজাম্মেল হককে না পাওয়া গেলও বিনোদন পার্ক থেকে ৪ জন পুরুষ ও একজন মহিলাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
এতে সোহান মিয়া (২৫), আনারুল ইসলাম (৩৫), ও সেতু আক্তার (২৬) নামের এক নারীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং আজাদ হোসেন (২৬) ও রানা মিয়া (২৯) নামের দুই জনকে দুইশত টাকা জরিমানা করেন। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মায়া (১৭) নামের এক কিশোরীকে তার আত্নীয়ের জিম্মায় প্রদান করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের আজ শুক্রবার (৩ মার্চ) সকালে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।