

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবসে সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার আয়োজনে লালপোল জামালুল কোরআন মাদ্রাসা মিলনায়তনে ৫ জুন সোমবার বিকেলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার আহবায়ক মোখসুদুর রহমান মিয়াজীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনীর সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক।
প্রধান আলোচক ছিলেন, ডাঃ মাহতাব হোসাইন মাজেদ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ শহীদ উল্লাহ, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ফেনী। মাওলানা নুরুল ইসলাম, প্রিন্সিপাল, জামালুল কোরআন মাদ্রাসা ফেনী।
মাওলানা ছানাউল্লাহ আহমেদ, সিনিয়র শিক্ষক অত্র মাদ্রাসা।