• আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

উদ্বোধনী খেলায় নওগাঁ চেম্বার অব কমার্স ২-০ গোলে রাজশাহীকে হারিয়েছে

| নিউজ রুম এডিটর ৩:৪২ অপরাহ্ণ | জুলাই ৮, ২০২৩ খেলাধুলা, ফুটবল

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগায় জেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। নওগাঁ  জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সংগঠন বকুল বালিকা এই টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটে নওগাঁ ষ্টেডিয়ামে  আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়।
 
জেলা ক্রীড় সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল শাহরিয়ার রাসেল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে অতিরক্ত পুলিশ সুপার আহসান উজ্জামান এবং টুর্নামেন্টের সহযোগি প্রতিষ্ঠান ডানা পার্কের স্বত্ত্বাধিকার এম মাসুদ রানা বক্তব্য রাখেন।  এ সময় জেলারক্রীড়া সংস্থা, বকুল বালিকার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নওগাঁ চেম্বার অব কমার্স এ্ন্ড ইন্ডাস্ট্রি দল এবং রাজশাহী জেলা দল। খেলার প্রথমার্ধ গোলশুন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দল পর পর দু'টি গোল করে। রোজিনা একাই দুটি গোল করে দলের জয় নিশ্চিত করে। 

মোট ৮ টি প্রমিলা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে নওগাঁ,  রাজশাহী, টাঙ্গাইল,পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাও এবং বিকেএসপি দল।