• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সিরাজদিখানে নারী নির্যাতনের মামলায় দুই ভাইয়ের কারাদন্ড! | টানা ৫ম দিন ডিএসসিসি নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকরা | তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  |

উদ্বোধনী খেলায় নওগাঁ চেম্বার অব কমার্স ২-০ গোলে রাজশাহীকে হারিয়েছে

| নিউজ রুম এডিটর ৩:৪২ অপরাহ্ণ | জুলাই ৮, ২০২৩ খেলাধুলা, ফুটবল

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগায় জেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। নওগাঁ  জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সংগঠন বকুল বালিকা এই টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটে নওগাঁ ষ্টেডিয়ামে  আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়।
 
জেলা ক্রীড় সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল শাহরিয়ার রাসেল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে অতিরক্ত পুলিশ সুপার আহসান উজ্জামান এবং টুর্নামেন্টের সহযোগি প্রতিষ্ঠান ডানা পার্কের স্বত্ত্বাধিকার এম মাসুদ রানা বক্তব্য রাখেন।  এ সময় জেলারক্রীড়া সংস্থা, বকুল বালিকার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নওগাঁ চেম্বার অব কমার্স এ্ন্ড ইন্ডাস্ট্রি দল এবং রাজশাহী জেলা দল। খেলার প্রথমার্ধ গোলশুন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দল পর পর দু'টি গোল করে। রোজিনা একাই দুটি গোল করে দলের জয় নিশ্চিত করে। 

মোট ৮ টি প্রমিলা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে নওগাঁ,  রাজশাহী, টাঙ্গাইল,পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাও এবং বিকেএসপি দল।