• আজ ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি | ভুল-ত্রুটি আছে, তবে ভালো কাজগুলোকে উৎসাহ দিলে ভালো লাগে | ইয়ামিনকে এপিসি থেকে ফেলা এএসআই গ্রেফতার | গণহত্যা মামলার রাজসাক্ষী মামুন ট্রাইব্যুনালে হাজির | সকালে খালি পেটে পানি খাওয়ার ৫টি উপকারিতা | যুক্তরাষ্ট্র থেকে সুখবর পেতে যাচ্ছে ঢাকা’ | যুদ্ধ না থামলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য | এমন বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান : নাহিদ ইসলাম | আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি | ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান ২২০ ব্রিটিশ এমপির, চাপ বাড়ছে স্টারমারের ওপর |

উদ্বোধনী খেলায় নওগাঁ চেম্বার অব কমার্স ২-০ গোলে রাজশাহীকে হারিয়েছে

| নিউজ রুম এডিটর ৩:৪২ অপরাহ্ণ | জুলাই ৮, ২০২৩ খেলাধুলা, ফুটবল

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগায় জেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। নওগাঁ  জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সংগঠন বকুল বালিকা এই টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটে নওগাঁ ষ্টেডিয়ামে  আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়।
 
জেলা ক্রীড় সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল শাহরিয়ার রাসেল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে অতিরক্ত পুলিশ সুপার আহসান উজ্জামান এবং টুর্নামেন্টের সহযোগি প্রতিষ্ঠান ডানা পার্কের স্বত্ত্বাধিকার এম মাসুদ রানা বক্তব্য রাখেন।  এ সময় জেলারক্রীড়া সংস্থা, বকুল বালিকার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নওগাঁ চেম্বার অব কমার্স এ্ন্ড ইন্ডাস্ট্রি দল এবং রাজশাহী জেলা দল। খেলার প্রথমার্ধ গোলশুন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দল পর পর দু'টি গোল করে। রোজিনা একাই দুটি গোল করে দলের জয় নিশ্চিত করে। 

মোট ৮ টি প্রমিলা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে নওগাঁ,  রাজশাহী, টাঙ্গাইল,পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাও এবং বিকেএসপি দল।