• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ |

স্ত্রী-সন্তান আছে তবুও তারা হিজরা

| নিউজ রুম এডিটর ১০:২০ অপরাহ্ণ | আগস্ট ১২, ২০২৩ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

হিজরা সেজে চাঁদাবাজি করার অভিযোগে শনিবার পুলিশে গ্রেফতার ৮ জন হিজরা সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই পুরুষ। কিন্তু হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন।

তারা হলেন- হোসেন ওরফে শিলা হিজরা, হৃদয় ওরফে পিয়া হিজরা, আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজরা, সাইফুল ইসলাম ওরফে জয়া হিজরা, ইয়াহিয়া ওরফে মৌরি হিজরা, নয়ন ওরফে নিশি হিজরা, বেলাল ওরফে কেয়া হিজরা এবং মিজানুর রহমান ওরফে চায়না হিজরা।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন যুগান্তরকে বলেন, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। পাপ্পু হিজরা তাদের গুরুমাতা। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজরা সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রত্যেককে দিনে ৬০০ টাকা করে দেন।

ওসি বলেন, গ্রেফতার ব্যক্তিদের কারও বাড়ি লক্ষীপুর, কারও বাড়ি সিরাজগঞ্জ, কারও বাড়ি পাবনা। কাউকে আনা হয়েছে ময়মনসিংহ থেকে। তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে। কিন্তু তবুও তারা হিজরা সেজে চাঁদাবাজি করছিলেন।

ওসি জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তাওহীদের কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন। তিনি ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।