• আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মিটারের বেশি ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা | বইমেলায় বিশৃঙ্খলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ’ | শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনড | যুক্তরাজ্যে টিউলিপের তহবিল জব্দে কাজ করছে দুদক | আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল, মিলবে যেসব পণ্য | অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ | বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব | ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি | তিনবার মামলা হলে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না |

স্ত্রী-সন্তান আছে তবুও তারা হিজরা

| নিউজ রুম এডিটর ১০:২০ অপরাহ্ণ | আগস্ট ১২, ২০২৩ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

হিজরা সেজে চাঁদাবাজি করার অভিযোগে শনিবার পুলিশে গ্রেফতার ৮ জন হিজরা সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই পুরুষ। কিন্তু হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন।

তারা হলেন- হোসেন ওরফে শিলা হিজরা, হৃদয় ওরফে পিয়া হিজরা, আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজরা, সাইফুল ইসলাম ওরফে জয়া হিজরা, ইয়াহিয়া ওরফে মৌরি হিজরা, নয়ন ওরফে নিশি হিজরা, বেলাল ওরফে কেয়া হিজরা এবং মিজানুর রহমান ওরফে চায়না হিজরা।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন যুগান্তরকে বলেন, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। পাপ্পু হিজরা তাদের গুরুমাতা। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজরা সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রত্যেককে দিনে ৬০০ টাকা করে দেন।

ওসি বলেন, গ্রেফতার ব্যক্তিদের কারও বাড়ি লক্ষীপুর, কারও বাড়ি সিরাজগঞ্জ, কারও বাড়ি পাবনা। কাউকে আনা হয়েছে ময়মনসিংহ থেকে। তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে। কিন্তু তবুও তারা হিজরা সেজে চাঁদাবাজি করছিলেন।

ওসি জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তাওহীদের কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন। তিনি ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।