• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা |

গাজীপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ

| নিউজ রুম এডিটর ৯:০৪ অপরাহ্ণ | অক্টোবর ১০, ২০২৩ গণমাধ্যম

 

কামাল হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুরে দেশের বিভিন্ন জেলা সহ উপজেলার কর্মরত সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৫০ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এর আগে গত সোমবার সদর উপজেলায় হোতাপাড়া শ্যামলী সুটিং স্পটে সম্মেলন কক্ষে দৈনিক দেশবাংলা’র সহায়তায় ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সার্বিক ব্যবস্থাপনায় ৬৪ জেলার সংবাদকর্মীদের নিয়ে দুই দিনব্যাপী কয়েকটি সেশনে সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি।

মঙ্গলবার প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে, সাংবাদিকতার আচরণ বিধি অনুসরণ, পেশাগত সততা, নিষ্ঠা, নীতি নৈতিকতা ও গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিপালনের অঙ্গিকারে ১৫০ জন সাংবাদিকে একযোগে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি মো. নিজামুল হক নাসিম। শপথ বাক্য পাঠ করার পর প্রেস কাউন্সিলের সনদ সকলের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার। প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার হোসেন।

অনুষ্ঠানে দৈনিক দেশবাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদুর রহমান রিমনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শিবলী সাদিক খান, গাজীপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সম্মেলন ও প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহবায়ক সোহাগ আরেফিন প্রমুখ।