• আজ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টিভিতে দেখলাম জিতেছি, এখন দেখি হেরে গেছি: নৌকার প্রার্থী

| নিউজ রুম এডিটর ৪:৫১ অপরাহ্ণ | জানুয়ারি ৮, ২০২৪ রাজনীতি

ঢাকা-৫ এর নৌকা প্রার্থী হারুনর রশীদ মুন্না নির্বাচনে হেরে অভিযোগ জানাতে এসেছেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। তিনি বলেন, টিভিসহ সব জায়গায় দেখলাম আমি জিতে গেছি। ফলাফল ঘোষণার সময় দেখি হেরে গেছি।

রোববার (৭ জানুয়ারি) মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর হারুনর রশীদ মুন্না বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অভিযোগ জানাতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

ঢাকা-৫ আসনে মুন্নার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা ৫০ হাজার ৬৩১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) পেয়েছেন ৫০ হাজার ৩৩৪টি ভোট। দুজনার ভোটের ব্যবধান মাত্র ২৯৭।

একই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কামরুল হাসান ১০ হাজার ৫৭০টি ভোট পেয়েছেন।