• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

মাস্টার্স পরীক্ষা দেওয়া হলো না সোহেলের

| নিউজ রুম এডিটর ২:৩৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৯, ২০২৪ শিক্ষাঙ্গন, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে মাস্টার্স পরীক্ষা দেওয়া হলো না সোহেল রানার (২৫) নামে এক পরীক্ষার্থীর। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার কাকিনা ওবদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈশলমারীরচর এলাকার মনোয়ার মাস্টারের ছেলে। সে কাকিনা উত্তরবাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মাস্টার্স পরীক্ষা উদ্দেশ্যে লালমনিরহাটের দিকে অটোরিকশায় যাচ্ছিল পাঁচ পরীক্ষার্থী। পথিমধ্যে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা ঘটনাস্থলে মারা যান। এতে তিনজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি)
তাহির তাহু বলেন, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিজার কবির এ তথ্য নিশ্চিত করেছেন।