• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে দুই জনের মৃত্যু

| নিউজ রুম এডিটর ১:০৪ পূর্বাহ্ণ | মে ৩০, ২০২৪ সারাদেশ

 

শেরপুর জেলা প্রতিনিধি,রাকিবুল আওয়াল পাপুলঃ
শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। ২৯ মে বুধবার সন্ধার দিকে উপজেলার টালকি ইউনিয়নের মুজিববাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহতরা হচ্ছে, নকলা উপজেলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০), তার ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রেমালের প্রভাবে ঝড়ো হাওয়ায় শেরপুরের নকলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ এর একটি পিলার থেকে তার ছিরে যায়। দুইদিন পর আজ বিকেলে ওই এলাকায় বিদ্যুৎ আসলে সেখানের তার ছিরে পরে। আজ সন্ধায় ওই তারে ফিরোজ মিয়া জড়িয়ে পড়ে। তাকে বাঁচাতে ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার এগিয়ে আসলে সেও ওই একই তারে জড়িয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের ঘটনার নিশ্চিত করে জানান, নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।