• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী |

লালমনিরহাটে এইচভিইউ প্রোগ্রামের স্থানীয় সরকারের সাথে হরিজোন্টাল লানিং অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:০৭ অপরাহ্ণ | জুন ২৫, ২০২৪ লালমনিরহাট, সারাদেশ

 

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বালাটারী কমিউনিটি এলাকার আব্দুল মোত্তালেবের বাড়িতে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে উইমেন বাথিং চেম্বার (ডব্লিউবিসি) এর স্থানীয় সরকারের সাথে হরিজোন্টাল লার্নিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও হেলদি ভিলেজ প্রোগ্রাম এর বিজনেস ডেভলপমেন্ট অফিসার মোঃ বাবুল আক্তার জামান।

উক্ত অনুষ্ঠানে হেলদি ভিলেজ অ্যাপ্রোচ ও উইমেন বাথিং চেম্বার (ডব্লিউবিসি) উপস্থাপনা করেন এম এ কাহার বকুল, হেলদি ভিলেজ ইন আরবান প্রোগামের ইন্টারপ্রিনিয়রশীপ, এরপরে তিনি হেলদি ভিলেজ ইন্ডিকেটর বিষয়ক বিস্তারিত আলোচনা করেন ।

উক্ত অনুষ্ঠানে হেলদি ভিলেজ অ্যাপ্রোচ ও উইমেন বাথিং চেম্বার (ডব্লিউবিসি) এ দেখানো হয় কিভাবে গ্রামের কিশোরী ও মহিলারা গোসল করবে এবং তাদের মাসিককালীন স্যানিটারী ন্যাপকিন ও প্যাড ব্যবহার করে সেগুলো উইমেন বাথিং চেম্বার (ডব্লিউবিসি) এ ফেলবে এবং ময়লা পরিষ্কার করবে। এটা দেখে উপস্থিত সবাই খুব খুশি হন এবং এই এলাকায় নতুন একটি ইনোভেশন আইডিয়া হিসেবে প্রশংসা করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার ও কমিউনিটির সিএসজির প্রতিনিধিগন তাঁদের নিজ নিজ এলাকায় নিজেদের খরচে এই উইমেন বাথিং চেম্বার (ডব্লিউবিসি) করবেন বলে প্রতিশ্রুতি দেন।

ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগীতায় লালমনিরহাট পৌরসভা ও লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার ৬ টি ইউনিয়নে শিশুর স্বাস্থ্যের প্রতি যত্নশীল এবং স্বাস্থ্য প্রদানকারীদের মনোযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন এবং পর্যাপ্ত স্বাস্থ্যবিধি, সেইসাথে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং দীর্ঘস্থায়ী উপায়ে সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য বাজার ভিত্তিক সমাধানসহ ৪ বছরের প্রকল্পে বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিনিধিগণ জানান যে, প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্যগুলো সরকারের এসডিজি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। তাই তাদের দপ্তর এর আওতাধীন সেবাসমূহ প্রদানের মাধ্যমে প্রকল্পের কার্যক্রমকে গতিশীল করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের সম্মতি জ্ঞাপন করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব এর পাশাপাশি কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও সিএসজি প্রতিনিধিবৃন্দ।