• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

দাগনভূঞায় ডজন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১:২৪ অপরাহ্ণ | জুলাই ৩, ২০২৪ আইন ও আদালত

মোঃরফিকুল ইসলাম মিঠু।। ফেনী জেলার দাগনভূঞায়ার ওয়ারেন্ট ভূক্ত আসামী আহাম্মদ ফয়সালকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে দাগনভূঞা থানার এসআই রুবেল একদল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

ধৃত আসামী ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাক খোকনের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের জুন মাসে ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আহসান উল্যাহর ছেলে জিহাদুল ইসলামকে কুপিয়ে জখম করে ফয়সালের নেতৃত্বে একদল সন্ত্রাসী। সে ঘটনায় ফয়সালকে ১ নং আসামী করে দাগনভূঞা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন আহতের মা আলেয়া বেগম। সে মামলায় তখন ফয়সালকে গ্রেফতার করা হলে সে আদালত থেকে জামিনে বের হয়ে আসে। জামিনের পর আদালতে সময়নুযায়ী হাজিরা না দেয়ায় আদালত তার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফয়সাল ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজার কিশোর গ্যাংয়ের প্রধান। তার নেতৃত্বে বাজারে বিভিন্ন অপকর্ম করে বেড়ায় একদল কিশোর। স্কুল চলাকালীন সময়ে সে এবং তার গ্যাংয়ের সদস্যরা ছাত্রীদের ইভটিজিং করে থাকে৷ ফয়সাল চন্ডিপুর গ্রামের ওমান প্রবাসী জাকির হোসেনের বসতঘরেও চাঁদার দাবীতে হামলা চালিয়ে ভাংচুর করে।
ফয়সালের মামা আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুসের আশ্রয়ে পশ্রয়ে ফয়সাল এসব অপকর্ম করে থাকেন বলে স্থানীয়রা আরো অভিযোগ করেন। তারা আরো বলেন তার অপকর্মে তার পরিবার কোন প্রকার শাসন না করে আশ্রয় প্রশ্রয় প্রদান করেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল হাশিম জনান, ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।