• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

দাগনভূঞায় ডজন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১:২৪ অপরাহ্ণ | জুলাই ৩, ২০২৪ আইন ও আদালত

মোঃরফিকুল ইসলাম মিঠু।। ফেনী জেলার দাগনভূঞায়ার ওয়ারেন্ট ভূক্ত আসামী আহাম্মদ ফয়সালকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে দাগনভূঞা থানার এসআই রুবেল একদল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

ধৃত আসামী ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাক খোকনের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের জুন মাসে ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আহসান উল্যাহর ছেলে জিহাদুল ইসলামকে কুপিয়ে জখম করে ফয়সালের নেতৃত্বে একদল সন্ত্রাসী। সে ঘটনায় ফয়সালকে ১ নং আসামী করে দাগনভূঞা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন আহতের মা আলেয়া বেগম। সে মামলায় তখন ফয়সালকে গ্রেফতার করা হলে সে আদালত থেকে জামিনে বের হয়ে আসে। জামিনের পর আদালতে সময়নুযায়ী হাজিরা না দেয়ায় আদালত তার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফয়সাল ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজার কিশোর গ্যাংয়ের প্রধান। তার নেতৃত্বে বাজারে বিভিন্ন অপকর্ম করে বেড়ায় একদল কিশোর। স্কুল চলাকালীন সময়ে সে এবং তার গ্যাংয়ের সদস্যরা ছাত্রীদের ইভটিজিং করে থাকে৷ ফয়সাল চন্ডিপুর গ্রামের ওমান প্রবাসী জাকির হোসেনের বসতঘরেও চাঁদার দাবীতে হামলা চালিয়ে ভাংচুর করে।
ফয়সালের মামা আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুসের আশ্রয়ে পশ্রয়ে ফয়সাল এসব অপকর্ম করে থাকেন বলে স্থানীয়রা আরো অভিযোগ করেন। তারা আরো বলেন তার অপকর্মে তার পরিবার কোন প্রকার শাসন না করে আশ্রয় প্রশ্রয় প্রদান করেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল হাশিম জনান, ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।