• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

দাগনভূঞায় ডজন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১:২৪ অপরাহ্ণ | জুলাই ৩, ২০২৪ আইন ও আদালত

মোঃরফিকুল ইসলাম মিঠু।। ফেনী জেলার দাগনভূঞায়ার ওয়ারেন্ট ভূক্ত আসামী আহাম্মদ ফয়সালকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে দাগনভূঞা থানার এসআই রুবেল একদল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

ধৃত আসামী ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাক খোকনের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের জুন মাসে ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আহসান উল্যাহর ছেলে জিহাদুল ইসলামকে কুপিয়ে জখম করে ফয়সালের নেতৃত্বে একদল সন্ত্রাসী। সে ঘটনায় ফয়সালকে ১ নং আসামী করে দাগনভূঞা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন আহতের মা আলেয়া বেগম। সে মামলায় তখন ফয়সালকে গ্রেফতার করা হলে সে আদালত থেকে জামিনে বের হয়ে আসে। জামিনের পর আদালতে সময়নুযায়ী হাজিরা না দেয়ায় আদালত তার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফয়সাল ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজার কিশোর গ্যাংয়ের প্রধান। তার নেতৃত্বে বাজারে বিভিন্ন অপকর্ম করে বেড়ায় একদল কিশোর। স্কুল চলাকালীন সময়ে সে এবং তার গ্যাংয়ের সদস্যরা ছাত্রীদের ইভটিজিং করে থাকে৷ ফয়সাল চন্ডিপুর গ্রামের ওমান প্রবাসী জাকির হোসেনের বসতঘরেও চাঁদার দাবীতে হামলা চালিয়ে ভাংচুর করে।
ফয়সালের মামা আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুসের আশ্রয়ে পশ্রয়ে ফয়সাল এসব অপকর্ম করে থাকেন বলে স্থানীয়রা আরো অভিযোগ করেন। তারা আরো বলেন তার অপকর্মে তার পরিবার কোন প্রকার শাসন না করে আশ্রয় প্রশ্রয় প্রদান করেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল হাশিম জনান, ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।