• আজ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন | ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি | আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না: মির্জা ফখরুল | সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরাইলকে কড়া হুঁশিয়ারি | মির্জা ফখরুলের সাথে বৈঠক করলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ফেরেস | ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ! | ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান | সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা |

এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার

 

কাতার বিশ্বকাপে শিরোপা জিতে বাঁধভাঙা উল্লাসে মেতেছিল আর্জেন্টাইন সমর্থকরা। কারণ, শিরোপাটির জন্য তাদের অপেক্ষা করতে হয়েছিল ৩৬টি বছর। এবার আর্জেন্টিনার সেই অপেক্ষাকেও ছাড়িয়ে গেছে বোলোগনা। শেষবার ১৯৭৩-৭৪ মৌসুমে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছিল দলটি। এরপর পাঁচ দশক ধরে শিরোপার দেখা পায়নি সাতবারের সিরি আ চ্যাম্পিয়নরা।

বুধবার (১৪ মে) রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ৫১ বছর পর শিরোপার দেখা পেল বোলোগনা।

এদিকে প্রথমার্ধে বেশিরভাগ সময় পজেশন রেখে আক্রমণেও এগিয়ে ছিল বোলোগনা। গোলের জন্য বেশি শটও নেয় তারা, যদিও একটি সুযোগও কাজে লাগাতে পারেনি কেউ। তবে বিরতির পর ডেডলক ভাঙে বোলোগনা। ৫৩তম মিনিটে পাসিং ফুটবলে আক্রমণ করে গোলের দেখা পান এনদোয়ে।

গোল হজম করার পরও এসি মিলান প্রতিপক্ষকে তেমন চাপে ফেলতে পারেনি। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানে জিতেই ৫১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা জিতল বোলোগনা। আর এরই মধ্য দিয়ে শেষ হলো ক্লাবটির দীর্ঘ এক অপেক্ষা।

এবারের সিরি আতে মিলানের সময়টা ভালো কাটছে না। দুই রাউন্ড বাকি থাকতে ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা। আগামী মৌসুমে ইউরোপিয়ান কম্পিটিশনে খেলতে হলে এই কাপ জেতা দরকার ছিল তাদের।

তবে এবার মনে হচ্ছে আগামী মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্টে খেলা হবে না তাদের। কিন্তু লিগের দুই রাউন্ডে অবিশ্বাস্য কিছু হলেই কেবল আগামী মৌসুমে ইউরোপের মঞ্চে দেখা যেতে পারে তাদের।