• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

কে তুমি দুর্বার -এ্যাস্ট্রোলোজার ছালাম শিকদার

| নিউজ রুম এডিটর ৪:০৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৮, ২০২৪ লাইফ স্টাইল

কে তুমি দুর্বার?

আমি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করি নাগরিক অধিকার, স্বাস্থ্য শিক্ষা ধর্ম পোষাক সকল বৈষম্য দূর করিবার।

আমি অধিকারের পতাকা তলে সমবেত করি
মজলুম হৃদয়ের আলোর জ্যোতি।

রাজনীতির কল্পিত সোনার হরিণ,প্র

কৃতির অমঘ নিয়ম ঐশী বিস্ফোরণ।

আকাশে মেঘের গর্জন বাহিরে বাদলে তুলেছ ঝড়,

যুগে যুগে ধ্বংস করেছ কতশত নমরুদ ফেরাউন আবু জাহেলের দোসর,

তথা সাম্য প্রতিষ্ঠা অধিকার আদায়ে অনর।

পাহাড়ে আশ্রিত বিপথগামী দের সমাচার,

একের পর এক আমার ভাইয়ের রক্তে রঞ্জিত করে চলেছে পাহাড়,

অকৃতজ্ঞ জাতী ওরা বলে এটা নাকি ওদের অধিকার!

প্রতিবেশীর আগ্রাসী বিষবাষ্প নিঃশ্বাস নিক্ষিপ্ত জলে বিবর্ণ সংসার!

অতিবৃষ্টিেতে পাহাড় ধ্বস কখনো বা খরতাপে পুড়ে হয়েছ অঙ্গার, অতঃপর তুমি স্লোগানের আতুর ঘর।

লুটেরাদের হটিয়ে দেব- আমার অধিকার আমি নেব, একটার বদলে দশটা গিলে খাব ‘গিলে খাব মানে গিলে খাব’। প্রয়োজনে বাংলার ঘরে ঘরে বারবার জন্ম নেব।

হে অগ্নিকন্যা- এত শক্তি কোথা হতে কর আহরণ?
নিশ্চয়ই মেঘ বালিকা তুমি, রাজনীতির পট সমতল পাহাড় নদী সাগর যেখানে ইলিশের বিচরণ।

উত্তপ্ত হয়েছে শিক্ষাঙ্গন অনশন আমরণ, দেশপ্রেমের বাণী অভিভাবক রাজনৈতিক নেতৃত্বের ভক্ত, তুমি মীর মুগ্ধ আবু সাঈদের বুকের তাজা রক্ত! সফল করেছ অভ্যুত্থান।

দিল্লির রাজপথ আজ প্রকম্পিত অথবা ভিন্ন জনপদ- নাড়িয়ে দিয়েছ বিশ্বের বিবেক, ন্যায়ের ঝান্ডা হাতে এগিয়ে চলেছ- শান্তির অগ্র সেনা, সঙ্গী করে বুকে জমানো সবটুকু আবেগ।

লাল সবুজের পতাকা বুকে
অদম্য হে যুবক তব উপত্যকায় বেঁধেছ ঘর,
তোমার ওই বজ্র দৃষ্টির আগুনে অত্যাচারী শাসকের মসনদ আর ঘাড় ত্যাড়া বিভ্রান্ত প্রেমিকের পোষাক বার বার পুড়ে হয় ছারখার।।