• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা |

মধুখালী প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:৩৬ অপরাহ্ণ | নভেম্বর ১৭, ২০২৪ গণমাধ্যম, সারাদেশ

আবির হোসেন আবু মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালী উপজেলার, মধুখালী প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মধুখালী প্রেসক্লাবের আয়োজনে শনিবার সন্ধায় মধুখালী উপজেলা মাল্টিপারপাস হলরুমে প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। বিশেষ অতিথিদের মধ্যে বক্ত্যব্য রাখেন সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মাহবুবুল ইসলাম পিকুল, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা রাকিব হোসেন চৌধুরী ইরান, আবুল কাশেম আবুল, প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক অ্যাড. মানিক মজুমদার। সঞ্চলনায় ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সহ সভাপতি মতিয়ার রহমান মিঞা, যুগ্ম সাধারন সম্পাদক মফিজুর রহমান মুবিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা যথাক্রমে মুহম্মদ হায়দার আলী মোল্যা , বাবলু কুমার রায়,শরিফুল ইসলাম ফকির , আব্দুল আলীম মানিক, মো.ইয়াসিন বিশ্বাস, মো.মিজানুর রহমান, মেহেদী হাসান মন্নু, এস.এম. মুক্তার হোসেন, মো. তারিকুল ইসলাম এনামুল ও মো. নুর নবী মিয়া ।

প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সংবাদপত্র সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। সংবাদকর্মীরা স্বাধীনভাবে তাঁদের লেখা প্রকাশ করছে। সমাজের বাস্তবচিত্র তুলে ধরে তা প্রকাশ করুণ। উপজেলার বাস্তব চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের আহবান জানান। দূর্নীতির যে কোন অপরাধ,অনিয়ম সঠিকভাবে তুলে ধরতে হবে।
অ্যাড. মানিক মজুমদার বলেন, সংবাদপত্র স্বাধীনভাবে মত প্রকাশ করবে। তা-না হলে বাস্তব সমাজের চিত্র তুলে আনা সম্ভব হবে না।

এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। মধুখালীতে দীর্ঘদীন সাংবাদিকদের সংগঠন মধুখালী প্রেসক্লাবকে একটি চক্রকে ঘিরে চলতো। সে অবস্থান থেকে রের হয়ে নতুন একটি কমিটি করা হয়েছে আশা করি সাংবাদিকদের পেশাগত মান বজায় রেখে কাজ করবে।

 

দ্বিতীয় অংশে প্রেসক্লাবের অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মির সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগীত পরিবেশন করেন শিল্পী উর্মি ও মুক্তি।