• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

মধুখালী প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:৩৬ অপরাহ্ণ | নভেম্বর ১৭, ২০২৪ গণমাধ্যম, সারাদেশ

আবির হোসেন আবু মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালী উপজেলার, মধুখালী প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মধুখালী প্রেসক্লাবের আয়োজনে শনিবার সন্ধায় মধুখালী উপজেলা মাল্টিপারপাস হলরুমে প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। বিশেষ অতিথিদের মধ্যে বক্ত্যব্য রাখেন সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মাহবুবুল ইসলাম পিকুল, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা রাকিব হোসেন চৌধুরী ইরান, আবুল কাশেম আবুল, প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক অ্যাড. মানিক মজুমদার। সঞ্চলনায় ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সহ সভাপতি মতিয়ার রহমান মিঞা, যুগ্ম সাধারন সম্পাদক মফিজুর রহমান মুবিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা যথাক্রমে মুহম্মদ হায়দার আলী মোল্যা , বাবলু কুমার রায়,শরিফুল ইসলাম ফকির , আব্দুল আলীম মানিক, মো.ইয়াসিন বিশ্বাস, মো.মিজানুর রহমান, মেহেদী হাসান মন্নু, এস.এম. মুক্তার হোসেন, মো. তারিকুল ইসলাম এনামুল ও মো. নুর নবী মিয়া ।

প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সংবাদপত্র সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। সংবাদকর্মীরা স্বাধীনভাবে তাঁদের লেখা প্রকাশ করছে। সমাজের বাস্তবচিত্র তুলে ধরে তা প্রকাশ করুণ। উপজেলার বাস্তব চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের আহবান জানান। দূর্নীতির যে কোন অপরাধ,অনিয়ম সঠিকভাবে তুলে ধরতে হবে।
অ্যাড. মানিক মজুমদার বলেন, সংবাদপত্র স্বাধীনভাবে মত প্রকাশ করবে। তা-না হলে বাস্তব সমাজের চিত্র তুলে আনা সম্ভব হবে না।

এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। মধুখালীতে দীর্ঘদীন সাংবাদিকদের সংগঠন মধুখালী প্রেসক্লাবকে একটি চক্রকে ঘিরে চলতো। সে অবস্থান থেকে রের হয়ে নতুন একটি কমিটি করা হয়েছে আশা করি সাংবাদিকদের পেশাগত মান বজায় রেখে কাজ করবে।

 

দ্বিতীয় অংশে প্রেসক্লাবের অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মির সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগীত পরিবেশন করেন শিল্পী উর্মি ও মুক্তি।