• আজ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

| নিউজ রুম এডিটর ৯:৩০ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০২৪ পটুয়াখালী, সারাদেশ

 

বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজলার বেতমোড় এলাকায় বসতঘরে আগুন দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবু ছালেহ নামের এক ব্যক্তি।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে  ভুক্তভোগী আবু সালেহ তার বসতঘরে আগুন লাগানোর অভিযোগ তুলেছেন মো. ফারুক মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে। বরগুনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে  এ অভিযোগ করেন।

আবু সালেহ তার বক্তব্যে বলেন, জমিজমা নিয়ে পূর্ব থেকেই তাদের সঙ্গে বিরোধ চলছিল। তিনি পরিবারসহ বরগুনায় অবস্থান করায় তার বৃদ্ধ মা-বাবা বাড়িতে অবস্থান করতেন। ঘটনার দিন, ১৭ ডিসেম্বর ২০২৪, দিবাগত রাত ৩টার দিকে ফারুক মোল্লা এবং তার সঙ্গীরা বেআইনিভাবে তাদের বাড়িতে প্রবেশ করে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

জাফর বলেন, “আমার বাবা-মা বাড়ি থেকে তালা লাগিয়ে আমার কাছে বরগুনায় বেড়াতে এসেছিলেন। এই সুযোগে ফারুক মোল্লা গং আমাদের ঘরে আগুন দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”

তিনি আরও দাবি করেন, ঘটনার চার দিন আগে অভিযুক্তদের মধ্যে একজন, মোঃ বেল্লাল মোল্লা, তাদের জবাই করে হত্যার হুমকি দেয়। ঘটনার পরদিন, ১৮ ডিসেম্বর, বেতাগী থানায় ফারুক মোল্লা, বেল্লাল মোল্লাসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় (মামলা নং জি.আর ১১৯/২৪)। তবে পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

সংবাদ সম্মেলনে জাফর প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ফারুক মোল্লা গং একটি জালিয়াত চক্র। তাদের কোনো স্বত্ব বা দখল না থাকা সত্ত্বেও আমাদের জমিতে প্রবেশের চেষ্টা করেছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এ ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাফর ও তার পরিবার।