• আজ ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ | যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোর চেষ্টা | ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল? | ‘আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে’ | সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়, এনবিআরের সতর্কতা | নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা | সাংবাদিক হত্যায় সিসিটিভির ফুটেজ দেখে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৫ | হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো: ঢাবি উপাচার্য   | চব্বিশের গণঅভ্যুত্থানে শুধুমাত্র রাজধানীতেই গ্রেফতার ৫ হাজার! |

আজহারীকে নিয়ে মাওলানা লুৎফরের সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল!

| নিউজ রুম এডিটর ৩:২৮ অপরাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০২৪ সেলিব্রেটি

 

‘আজহারী আসবে, বীরের বেশেই বাংলাদেশে আসবে’ এমন কথা বেশ জোরালোভাবে বলেছিলেন প্রয়াত আলেমে দ্বীন মাওলানা লুৎফর রহমান। তার সেই ভবিষ্যদ্বাণী ৯ মাসের মাথায় সত্যি হয়ে গেল। ঠিক বীরের বেশেই ১০ লক্ষাধিক মানুষের সমাগমে যোগ দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। দীর্ঘ ৫ বছর পর তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নিয়েছেন এই আলেমে দ্বীন।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত ১০টার দিকে প্রধান মুফাসসির হিসেবে যোগ দেন আজহারী। এর আগে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে হঠাৎ করে সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন মিজানুর রহমান আজহারী।

এরপর দেশজুড়ে নানান সমালোচনা ও গুঞ্জন শুরু হয়। তখন এক বক্তব্যে মাওলানা লুৎফর রহমান বলেছিলেন, মিজান আসবে, বীরের বেশেই আসবে। এই বক্তব্যের পর গত মার্চের ৩ তারিখ রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিন্তু মিজানুর রহমানকে নিয়ে তার বক্তব্য আজও সামাজিক মাধ্যমে রয়ে গেছে।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও দেশে ফিরেছিলেন মিজানুর রহমান আজহারী। কিন্তু ছোট্ট সেই সফরে কোনো মাহফিলে যোগ দেননি। এবার দ্বিতীয় দফায় দেশে ফিরে শুরু করেছেন মাহফিল। যার প্রথম মাহফিল ছিল গতকাল। সেখানেই তাকে বরণ করতে এসেছিলেন লাখো মানুষ। তার বক্তব্য শুনতে হুমড়ি খেয়ে উপস্থিত হয়েছিল ধর্মপ্রাণ জনতা।