• আজ ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ভারতের সম্পর্ক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়: মোদি | বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন | শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ মোদির সঙ্গে যেসব বিষয়ে কথা হলো ইউনূসের | হলে-মেসে থাকা উপদেষ্টারা এখন পরেন ৪০ লাখের ঘড়ি: বরকত উল্লাহ বুলু | আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা | এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক | আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার: মির্জা ফখরুল | মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ | এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, হতে পারে ঘূর্ণিঝড় | সড়কে মোটরসাইকেল ‘রেস’, প্রাণ গেল দুই যুবকের |

আজহারীকে নিয়ে মাওলানা লুৎফরের সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল!

| নিউজ রুম এডিটর ৩:২৮ অপরাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০২৪ সেলিব্রেটি

 

‘আজহারী আসবে, বীরের বেশেই বাংলাদেশে আসবে’ এমন কথা বেশ জোরালোভাবে বলেছিলেন প্রয়াত আলেমে দ্বীন মাওলানা লুৎফর রহমান। তার সেই ভবিষ্যদ্বাণী ৯ মাসের মাথায় সত্যি হয়ে গেল। ঠিক বীরের বেশেই ১০ লক্ষাধিক মানুষের সমাগমে যোগ দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। দীর্ঘ ৫ বছর পর তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নিয়েছেন এই আলেমে দ্বীন।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত ১০টার দিকে প্রধান মুফাসসির হিসেবে যোগ দেন আজহারী। এর আগে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে হঠাৎ করে সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন মিজানুর রহমান আজহারী।

এরপর দেশজুড়ে নানান সমালোচনা ও গুঞ্জন শুরু হয়। তখন এক বক্তব্যে মাওলানা লুৎফর রহমান বলেছিলেন, মিজান আসবে, বীরের বেশেই আসবে। এই বক্তব্যের পর গত মার্চের ৩ তারিখ রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিন্তু মিজানুর রহমানকে নিয়ে তার বক্তব্য আজও সামাজিক মাধ্যমে রয়ে গেছে।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও দেশে ফিরেছিলেন মিজানুর রহমান আজহারী। কিন্তু ছোট্ট সেই সফরে কোনো মাহফিলে যোগ দেননি। এবার দ্বিতীয় দফায় দেশে ফিরে শুরু করেছেন মাহফিল। যার প্রথম মাহফিল ছিল গতকাল। সেখানেই তাকে বরণ করতে এসেছিলেন লাখো মানুষ। তার বক্তব্য শুনতে হুমড়ি খেয়ে উপস্থিত হয়েছিল ধর্মপ্রাণ জনতা।