• আজ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ |

শেরপুরে খেতে মিলল বাকপ্রতিবন্ধী কিশোরীর লাশ

| নিউজ রুম এডিটর ৯:৪৩ পূর্বাহ্ণ | জানুয়ারি ৭, ২০২৫ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের প্রত্যন্ত পল্লীতে একটি খেত থেকে সাদিয়া (১৩) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ জানুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তীরচর এলাকা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

সাদিয়া পার্শ্ববর্তী সাহাব্দীরচর দশানীপাড় এলাকার হতদরিদ্র জমাদার ও মারুফা দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত থেকে বাকপ্রতিবন্ধী কিশোরী সাদিয়াকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরদিন সোমবার দুপুরে সদর উপজেলার প্রত্যন্ত এলাকা পয়স্তীরচরের একটি ক্ষেতের পাশে সাদিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশে খবর দেয় স্থানীয় কৃষি শ্রমিকরা। খবর পেয়ে সাদিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তার মাথার চুল কাটা এবং শরীরে একাধিক রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) তারেক বিন হাসান সোমবার বিকেলে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। একইসাথে ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।