• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

সাঈদীর দুই ছেলেসহ পিরোজপুরের ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

| নিউজ রুম এডিটর ৪:৪৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৮, ২০২৫ জামায়াতে ইসলামী, রাজনীতি, লিড নিউজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিন আসনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলেসহ তিনজনকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভান্ডারিয়ার ইসলামি ফাউন্ডেশন অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

পিরোজপুর-১ আসনে সাঈদীর সেজ ছেলে ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনে সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে বিশিষ্ট সমাজসেবক ও সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিলকে প্রার্থী ঘোষণা করা হয়।

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুরসহ সারাবিশ্বে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার পরিবারের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জামায়াত তার দুই ছেলেকে প্রার্থী ঘোষণা করেছে।’

মাসুদ সাঈদী বলেন, ‘জামায়াত আমাদের দুই ভাইকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী মনোনীত করে যে দায়িত্ব দিয়েছে, তা আমানতদারিতার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। জনগণের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। পিতার মতোই সব মানুষের পাশে থাকতে চাই। পিরোজপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তরুণ নেতৃত্বকে এগিয়ে নেয়া এবং সর্বস্তরে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা কায়েম করাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘পিরোজপুরে অবকাঠামোগত উন্নয়নের নব্বই ভাগই আমার শহীদ পিতার হাতে গড়া। পরবর্তীতে যারা সংসদ সদস্য ছিলেন, তারা তেমন কোনো উন্নয়ন করতে পারেননি। জনগণ তাদের কাছে পৌঁছতেও পারেননি। আমরা এই পরিস্থিতির পরিবর্তন আনতে চাই। আল্লাহর দয়ায় নির্বাচিত হলে সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থাকব।’

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকরুদ্দিন খান রাজীব এবং সংশ্লিষ্ট নেতারা।