• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

হজ ও ওমরাযাত্রীরা নুসুক অ্যাপের মাধ্যমে সিমকার্ড নিবেন যেভাবে

| নিউজ রুম এডিটর ৫:৫৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৮, ২০২৫ ধর্ম

সৌদি আরবে হজ ও ওমরাহ পালনে আসা যাত্রীদের জন্য আরও একটি নতুন সুবিধা চালু করেছে নুসুক অ্যাপ। এখন থেকে এই অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে হাজিরা সহজেই টেলিকম সিমকার্ড সংগ্রহ করতে পারবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা যায়, হজ ও ওমরাহ পালনে সৌদি গিয়েই যেন হাতে সিমকার্ড পেতে পারেন সেজন্য এ ব্যবস্থাপনা নিয়ে এসেছে সৌদি সরকার। সিমকার্ড সংগ্রহে নুসুক অ্যাপ ব্যবহার করে যাত্রীরা আগেভাগেই নিজেদের তথ্য নিবন্ধন করতে পারবেন। সিম কার্ডের অপশন বেছে নিতে পারবেন। সৌদি আরবে পৌঁছানোর পর নির্দিষ্ট স্থান, যেমন এয়ারপোর্ট বা হজ/ওমরাহ সার্ভিস সেন্টার থেকে সিমকার্ড সংগ্রহ করতে পারবেন। এতে পৌঁছানোর পরই দ্রুত সংযোগ স্থাপন করা সম্ভব হবে বলে মনে করেন তারা।

কিভাবে নুসুক থেকে সিম কার্ড পাওয়া যাবে?

প্রথমে অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। হাজিরা আগেই তাদের তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। পছন্দ অনুযায়ী সিম কার্ড বেছে নিতে পারবেন। সৌদি পৌঁছানোর পর নির্দিষ্ট পিকআপ পয়েন্ট থেকে সিম কার্ড সংগ্রহ করে সঙ্গে সঙ্গেই ব্যবহার শুরু করা যাবে।

এ সরবরাহ ব্যবস্থা করা হয়েছে সহজ ও ঝামেলামুক্তভাবে সিম সংগ্রহ করার জন্য। যেনো কোনো হজ বা ওমরাযাত্রী টেলিকম কোম্পানির দোকান খুঁজতে না হয়। সহজে তারা পরিবার, আত্মীয়স্বজনের সঙ্গে সংযুক্ত থাকার পাশাপাশি নেভিগেশন টুল ও নুসুক অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। সাশ্রয়ী কল ও ডাটা প্যাকেজ থাকবে হাজিদের জন্য। বিশেষভাবে হাজিদের জন্য তৈরি প্যাকেজ, যা কম খরচে সেরা সুবিধা নিশ্চিত করবে।

জানা যায়, হাজিদের জন্য আরও সুবিধা থাকবে, নুসুক অ্যাপে শুধুমাত্র সিম কার্ড সুবিধা নয়, বরং আরও অনেক দরকারি তথ্য ও পরিষেবা রয়েছে। হাজিদের জন্য এটি একটি অফিসিয়াল গাইড, যেখানে হজ ও ওমরাহ সংক্রান্ত নিয়মাবলী, গুরুত্বপূর্ণ নোটিশ ও আপডেট পাওয়া যাবে।