• আজ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর | ঐকমত্যের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখরুল | ১৩ নভেম্বর ঘিরে সতর্ক সরকার, সন্ত্রাসীদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা | ১০ নভেম্বর শেষ হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের সময়, আবেদন যেভাবে | রাজধানীতে গির্জায় ককটেল হামলা | ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমভাগেই নির্বাচন সম্ভব | শেরপুরের ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা | সালমান শাহ হত্যা মামলার আসামি কে এই আজিজ মোহাম্মদ ভাই? | জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের | সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের |

এক হজযাত্রীর জন্য দুবার ফিরে এলো বিমান!

 

আমের মাহদি মনসুর আল-কাযাযফি; চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিয়েছিলেন লিবীয় এ যুবক। কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা, যা হয়ে উঠেছে আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ ঘটনা।

দুই দিন আগের কথা। ঘড়ির কাটায় ঠিক ১২টা। দুপুরে হজ ফ্লাইটের নির্ধারিত সময়। আমের ছিলেন তার দলের সর্বশেষ হজযাত্রী, যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ট্রিপোলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান, তার পাসপোর্ট সংক্রান্ত একটি ‘সিকিউরিটি ইস্যু’ দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না।

বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান, আর আমের একা বসে থাকেন হজের আশাভঙ্গের আশঙ্কা নিয়ে। পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন, সবই আল্লাহর ইচ্ছা, হয়তো এ হজযাত্রা তোমার কপালে ছিল না।

কিন্তু আমের ভয় পাননি। তার মুখে ছিল দৃঢ় বিশ্বাসভরা জবাব, ইনশাআল্লাহ প্লেনটি উড়বে না, আবার আসবে। আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব।

প্রবল বিশ্বাসের সঙ্গে দেওয়া তার এ জবাবের কিছুক্ষণ পরই ঘটে যায় প্রথম বিস্ময়, এয়ারপোর্টে ঘোষণা এলো, প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে! বিমানবন্দরে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি।

দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে উড়ে গেল বিমানটি। কিন্তু, মাঝ আকাশে বিমানটি আবারও বিপাকে পড়ে; এবার মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে। বিমান আবারও ফিরে আসে। তখন পাইলট নিজেই বলেন, আল্লাহর কসম, আমি আর উড়বো না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন। অবশেষে, বিমানের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য, আর তিনি উঠে পড়েন সেই বিমানে।

সৌদি পৌঁছে আমের মাহদি মনসুর আল-কাযাযফি নামের ভাগ্যবান এ যুবক একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। আল্লাহ তার কুদরত দেখিয়েছেন।\

সূত্র: গালফ নিউজ