• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

হজ ও ওমরাযাত্রীরা নুসুক অ্যাপের মাধ্যমে সিমকার্ড নিবেন যেভাবে

| নিউজ রুম এডিটর ৫:৫৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৮, ২০২৫ ধর্ম

সৌদি আরবে হজ ও ওমরাহ পালনে আসা যাত্রীদের জন্য আরও একটি নতুন সুবিধা চালু করেছে নুসুক অ্যাপ। এখন থেকে এই অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে হাজিরা সহজেই টেলিকম সিমকার্ড সংগ্রহ করতে পারবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা যায়, হজ ও ওমরাহ পালনে সৌদি গিয়েই যেন হাতে সিমকার্ড পেতে পারেন সেজন্য এ ব্যবস্থাপনা নিয়ে এসেছে সৌদি সরকার। সিমকার্ড সংগ্রহে নুসুক অ্যাপ ব্যবহার করে যাত্রীরা আগেভাগেই নিজেদের তথ্য নিবন্ধন করতে পারবেন। সিম কার্ডের অপশন বেছে নিতে পারবেন। সৌদি আরবে পৌঁছানোর পর নির্দিষ্ট স্থান, যেমন এয়ারপোর্ট বা হজ/ওমরাহ সার্ভিস সেন্টার থেকে সিমকার্ড সংগ্রহ করতে পারবেন। এতে পৌঁছানোর পরই দ্রুত সংযোগ স্থাপন করা সম্ভব হবে বলে মনে করেন তারা।

কিভাবে নুসুক থেকে সিম কার্ড পাওয়া যাবে?

প্রথমে অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। হাজিরা আগেই তাদের তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। পছন্দ অনুযায়ী সিম কার্ড বেছে নিতে পারবেন। সৌদি পৌঁছানোর পর নির্দিষ্ট পিকআপ পয়েন্ট থেকে সিম কার্ড সংগ্রহ করে সঙ্গে সঙ্গেই ব্যবহার শুরু করা যাবে।

এ সরবরাহ ব্যবস্থা করা হয়েছে সহজ ও ঝামেলামুক্তভাবে সিম সংগ্রহ করার জন্য। যেনো কোনো হজ বা ওমরাযাত্রী টেলিকম কোম্পানির দোকান খুঁজতে না হয়। সহজে তারা পরিবার, আত্মীয়স্বজনের সঙ্গে সংযুক্ত থাকার পাশাপাশি নেভিগেশন টুল ও নুসুক অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। সাশ্রয়ী কল ও ডাটা প্যাকেজ থাকবে হাজিদের জন্য। বিশেষভাবে হাজিদের জন্য তৈরি প্যাকেজ, যা কম খরচে সেরা সুবিধা নিশ্চিত করবে।

জানা যায়, হাজিদের জন্য আরও সুবিধা থাকবে, নুসুক অ্যাপে শুধুমাত্র সিম কার্ড সুবিধা নয়, বরং আরও অনেক দরকারি তথ্য ও পরিষেবা রয়েছে। হাজিদের জন্য এটি একটি অফিসিয়াল গাইড, যেখানে হজ ও ওমরাহ সংক্রান্ত নিয়মাবলী, গুরুত্বপূর্ণ নোটিশ ও আপডেট পাওয়া যাবে।