• আজ ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তেজগাঁও খ্রিষ্টান ধর্মালম্বী গীর্জার গেটে সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণ

| নিউজ রুম এডিটর ১২:২১ পূর্বাহ্ণ | অক্টোবর ১০, ২০২৫ ধর্ম

 

প্রতিবেদক, কিশোর ডি কস্তা: বুধবার ৮ অক্টোবর আনুমানিক রাত ১০ টার সময় ফার্মগেট এলাকায় অবস্থিত খ্রীষ্টানদের ধর্মীয় উপাসনালয় পবিত্র (চার্চ) গীর্জার মেইন গেটে সন্ত্রাসীরা দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের ফলে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

গীর্জার মেইন গেটের দায়িত্বে থাকা দারোয়ান এর ভাষ্যমতে তেজগাঁও রেলস্টেশনের দিকে যাওয়ার রাস্তায় গীর্জার মেইন গেটের ১০০ গজ দূরে ২ টি মোটরসাইকেলে ৪ জন লোক দাড়িয়ে কথা বলেছিল। দারোয়ান বাইরে থেকে গেটের ভিতরে গিয়ে চেয়ারে বসার কিছুক্ষণ পরে বিকট শব্দ শুনতে পান ও তাড়াতাড়ি গেট খুলে বাইরে বেড়িয়ে দেখেন ধুয়োয় পুরো অন্ধকার হয়ে গেছে আর ২ টি মোটরসাইকেল দ্রুত বেগে পূর্ব দিকে তেজগাঁও রেলস্টেশনের দিকে চলে যাচ্ছে। দারোয়ান তখন তারাতাড়ি গীর্জার ফাদার কে বিষয় টা জানান।

পরে ফাদার তেজগাঁও থানার ওসি কে কল দিয়ে বিষয় টা অবগত করেন। ককটেল বিস্ফোরণের খবর জানার পরে থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টীম,বোম ডিসপোজাল টীম, ডিবি সিআইডি সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারিদিকে খুঁজে দেখেন যেখানে মোটরসাইকেল দুটি দাঁড়ানো ছিল সেখানে একটি মিস্টির প্যাকেট ও তার মধ্যে দুটি ককটেল রাখা আছে। পরবর্তী তে বোম ডিসপোজাল টীম একটি বালতির মধ্যে বালি দিয়ে ককটেল দুটি বিস্ফোরণ ঘটায়। গীর্জার মেইন গেটের ভিতরে একটা সিসিটিভি আছে কিন্তু বাইরের দিকে কোন সিসিটিভি না থাকায় এখনো পর্যন্ত কোন সন্ত্রাসীকে সনাক্ত করা যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তার পাশে কোন সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কি তা নিয়ে তদন্ত করছেন। গীর্জার পাল পুরোহিত এর পক্ষ থেকে

আইনগত পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলমান আছে।