• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

মাগুরার  রেশ কাটতে না কাটতেই সম্ভ্রম বাঁচাতে সিএনজি থেকে লাফ ধর্ষণ চেষ্টায় জড়িত দু’জন গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১২:৫৪ অপরাহ্ণ | মার্চ ১৫, ২০২৫ ধর্ষণ, সারাদেশ, সিলেট

সিলেট: মাগুরায় শিশু কন্যা আছিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নিজের সম্ভ্রম বাঁচাতে সিএনজি থেকে লাফিয়ে পড়ে এক কিশোরী যাত্রী আহত হওয়ার ঘটনায় সুনামগঞ্জের দিরাইয়ে ধর্ষণ চেষ্টায় জড়িত চালক সহ দু’জন গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গছিয়া এলাকায় আত্বগোপনে থাকা ধর্ষণ চেষ্টায় জড়িতদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল, উপজেলার রাজনগর ইউরিনয়নের জকিনগর গ্রামের তারা খানের ছেলে সিএনজি চালক ইমন খান, একই গ্রামের আব্দুর রউফ ওরফে রুপ মিয়ার ছেলে যাত্রীবেশী মিটু মিয়া।

শুক্রবার রাতে ভিকটিম কিশোরীর পারিবারীক সুত্র জানায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে দিরাই উপজেলা সদর থেকে কেনাকাটা শেষে ১৭ বছর বয়সী এক কিশোরী বাড়ি ফেরার জন্য সদরের বাসষ্টেশন থেকে সিএনজিতে উঠে অন্য যাত্রীদের সাথে। ওই সিএনজিতে চালক সহ চালকের পূর্ব পরিচিত আরো দুই যাত্রী ছিলেন।

চালক সিএনজি চালিয়ে কিছু দূর যাওয়ার পর দুই যাত্র বেশী লম্পট চালকের সহযোগিতায় প্রথমে ওই কিশোরীর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানীর চেষ্টা চালায়।

এক পর্যায়ে উপজেলার রফিনগরে কিশোরীর বাড়িমুখী রাস্তায় সিএনজি না নিয়ে সুনামগঞ্জ জেলা শহর মুখী ভুল পথে সিএনজি চালিয়ে যেতে থাকলে কিশোরীকে ধর্ষণ করা হতে পারে শঙ্কায় নিজের সম্ভ্রম বাঁচাতে চলন্ত সিএনজি থেকে শান্তিগঞ্জের গণিগঞ্জ বাজার এলাকায় পৌছলে জনসমাগম দেখে লাফিয়ে সড়কে পড়ে ওই কিশোরী আহত হন।

এরপর শান্তিগঞ্জের গণিগঞ্জ এলাকার এক বাসিন্দা স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্যার করে পরিবারের সদস্যদের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন,হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী ভিকটিমের সাথে জেলা পুলিশের দায়িত্বশীল অফিসারগণ কথা বলে ঘটনার বিস্তারিত জেনেছেন, ধর্ষণ চেষ্টায় জড়িত আরো একজনকে গ্রেফতারে পুলিশী অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।