• আজ ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে | সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে ঘোষণাপত্র পাঠ | মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী যেন এক টুকরো ফিলিস্তিন | সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে দুদকের মামলা | ফিলিস্তিন ইস্যুতে আমাদের কী করতে হবে, সরকার ঠিক করে দিক: জিএম কাদের | ১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক | এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন?–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা | এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ | যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া | বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল নিয়ে যা বললো ভারত |

সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে দুদকের মামলা

| নিউজ রুম এডিটর ৩:২৮ পূর্বাহ্ণ | এপ্রিল ১২, ২০২৫ আইন ও আদালত, লিড নিউজ

 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক আফিয়া খাতুন বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।

এজাহারে বলা হয়, হাবিব হাসান সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর বিরুদ্ধে ২৮টি ব্যাংক হিসাবে ৩১০ কোটি ৭৬ লাখ ৭২ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, অনুসন্ধানকালে হাবিবের নামে ৭ কোটি ৬৪ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। এর মধ্যে তাঁর বৈধ আয় ১ কোটি ৭৪ লাখ টাকার। তাঁর নিজ নামে ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ২৮টি হিসাবের মাধ্যমে ১৫৫ কোটি ৬৩ লাখ টাকা জমা করা হয়; উত্তোলন করা হয় ১৫৫ কোটি ১৩ লাখ টাকা।

মামলায় তাঁর বিরুদ্ধে দুদক আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।