

গাজা উপত্যকায় অবরোধ শেষ করতে এবং যুদ্ধ বন্ধ করার জন্য ইসরাইলের ওপর চাপ প্রয়োগের দাবিতে দেশের সংসদ ভবনের কাছে মিছিল করেছেন হাজার হাজার কানাডিয়ান। সামাজিক মাধ্যমেও প্রচার হয়েছে এই বিক্ষোভের নানা ভিডিও, যা যাচাই করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৩ এপ্রিল) সকালে মরক্কোর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা গাজার সাথে সংহতি প্রকাশ করে দেশটির রাজধানীতে একটি বিক্ষোভের দৃশ্য ফেসবুকে লাইভ সম্প্রচার করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল (শনিবার, ১২ এপ্রিল) বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে, যেখানে লাখো অংশগ্রহণকারী ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেন এবং ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দেন।
এছাড়া শনিবার সন্ধ্যায় সুইডেনের রাজধানী স্টকহোমের অধিকারকর্মীরা গাজায় চিকিৎসা কর্মী এবং সাংবাদিকদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার দৃশ্য চিত্রিত করেছেন।
এদিকে এক ভিডিও ফুটেজে, শনিবার সন্ধ্যায় ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থন প্রত্যাখ্যানের দাবিতে লন্ডনে মার্কিন দূতাবাস ঘেরাও করেন মানবাধিকার কর্মীরা।
সূত্র: আল জাজিরা