• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড়ভাই আটক

| নিউজ রুম এডিটর ৪:২৭ অপরাহ্ণ | মে ১৮, ২০২৫ আইন ও আদালত

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সুনীল মাতাকে(৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় তার বড় ভাই নিখিল মাতাকে(৬০) আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে রামচন্দ্র্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৩ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে থানার ওসি মো. রাজীব আল রশিদ নিখিল মাতাকে আটক করেন। নিহত কৃষক সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে।

পারিবারিক দ্বন্দ্ব ও নীজ বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার বিকেলে সুনীল মাতার সাথে বাকবিতন্ডা হয় তার বড় ভাই নিখিল মাতা ও তার ছেলে নিলকান্ত মাতার সাথে। ঝগড়ার কয়েক ঘন্টা পরে রাত ৯টার দিকে সুনীল মাতাকে বাড়ীর সামনে বসেই কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় নিখিল ও তার ছেলে নিলকান্ত।

এ বিষয়ে থানার ওসি মো. রাজীব আল রশিদ বলেন, সুনীল মাতার প্রধান ঘাতক নিখিল মাতাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।