• আজ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন | ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি | আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না: মির্জা ফখরুল | সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরাইলকে কড়া হুঁশিয়ারি | মির্জা ফখরুলের সাথে বৈঠক করলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ফেরেস | ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ! | ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান | সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা |

সিরাজদিখানে নারী নির্যাতনের মামলায় দুই ভাইয়ের কারাদন্ড!

| নিউজ রুম এডিটর ৩:৫৯ অপরাহ্ণ | মে ১৮, ২০২৫ আইন ও আদালত, লিড নিউজ

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে নারী নির্যাতন দমন আইনে দায়ের একটি মামলায় দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার মুন্সীগঞ্জ জেলা দায়রা জর্জ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামের জামাল চৌধুরীর দুই ছেলে ইলিয়াস চৌধুরী (৩৬) ও তার ভাই জিএম ওরফে ইয়াসিন চৌধুরী (২৫)। মামলার বাদী রহিমা বেগম এ তথ্য নিশ্চিক করেন। তিনি বলেন, আমরা তাদের দারা বহু নির্যাতনের শিকার হইছি। কয়েক বছর আগে থানায় নারী নির্যাতনের মামলা করেছিলাম। গত বুধবার তাদের দুই ভাইয়ের ৬ মাস করে সাজা হয়। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আমরা ন্যায় বিচার পাইছি। স্থানীয়রা জানায়,ইলিয়াস চৌধুরী ও তার ভাই জিএম ওরফে ইয়াসিন ৫ আগষ্টের আগে আওয়ামী লীগের সমর্থক ছিলো। আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন সরদারের সমর্থন করাসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে নির্বাচন করে। তারা দুই ভাই যখন যে দল আসে তখন সে দলের নেতাদের সাথেই সখ্যতা গড়ে তোলে। আর সেইসব নেতার প্রভাব খাটিয়ে নানা ভাবে এলাকার মানুষকে অত্যাচার করে। গত ৫ আগষ্টের আগে তারা দুই ভাই আওয়ামী লীগের ঘোর সমর্থক ছিলো। কিন্তু ৫ আগষ্টের পর ঘোল পাল্টে বর্তমানে তারা বিএনপির সমর্থক সেজেছে। তারা দুই ভাই মাটি কাটা সিন্ডিকেটের হোতাদের মধ্যে অন্যতম। ফুলহার গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার সরকারি খাস জসি দিনে ও রাতে সমানতালে কেটে বিক্রি করে আসছিলো তারা। রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে তাদের সখ্যতা থাকায় স্থানীয় লোকজন তাদের দারা নানা ভাবে হয়রানী ও নির্যাতন নিপিড়ীনের শিকার হওয়া স্বত্বেও এ নিয়ে মুখ খুলতে নাজি নন কেউই।

এদিকে ইলিয়াস ও তার ভাই জিএম কারাগারে এমন খবরে মিষ্টি বিতরণ করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকালে সৈয়দপুর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে ওই এলাকার সাধারণ মানুষ।