• আজ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় | ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে না পারলে পদত্যাগ করবেন ড. ইউনূস | পতেঙ্গা সৈকতে গোলাগুলি, ‘শীর্ষ সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ | ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, এদিক-সেদিকের সুযোগ নেই: রিজওয়ানা | প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ, যে সব কথা হলো | দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম | ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নির্বাচনের সিডিউল ঘোষণার জন্য সরকারকে লিগ্যাল নোটিশ | সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কি না, পুনর্বিবেচনা করবে বিএনপি | তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা | আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক |

সেই বিতর্কিত ওসি সজীব রহমানকে মধ্যনগর থানা থেকে জনস্বার্থে বদলি

| নিউজ রুম এডিটর ৬:২৬ পূর্বাহ্ণ | মে ২৪, ২০২৫ আইন ও আদালত

সিলেট : সুনামগঞ্জে জেলা পুলিশের মধ্যনগর থানার ওসি সজীব রহমানকে জনস্বার্থে বদলি করা হয়েছে।
শুক্রবার রাতে পুুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিষ্ট্রেশন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গেল ১৪ মে পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বিতর্কিত ওসি সজীব রহমানকে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে জনস্বার্থে বদলি করা হয়।

অভিযোগ রয়েছে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ থেকে প্রত্যাহারকৃত সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ হেডকোয়ার্টারে রিপোটকৃত) আ.ফ.ম আনোয়ার হোসেন খান মোটা অংকের ঘুস নিয়ে বদলি বাণিজ্য জায়েজ করতে গিয়ে জেলার সীমান্ত সড়ক পথে চাঁদাবাজি, সীমান্ত -নৌ পথে চাঁদাবাজি , সীমান্ত ,হাওর,নৌপথ কেন্দ্রিক (মাদক,বিড়ি,কসমেটিকস, গরু, মহিষ, চিনি,খাদ্য সামগ্রী, কসমেটিকস,কাপড় চোরাচালান, অপরাধ প্রবণ মধ্যনগর থানায় ওসি হিসাবে সজীব রহমানকে পদায়ন করেন।
ওই থানায় যোগদানের পর থেকে মামলা, গ্রেফতার,গণহয়রানী ,ঘুস বাণিজ্য, জলমহাল দখলে গোপন সহযোগিতা, সীমান্ত চোরাচালান, সড়ক নৌ পথে চাঁদাবাজিতে চাঁদাবাজ চক্রকে মদদ জুগিয়ে দু’হাতে টাকা কামানো ছাড়াও নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন ঘুস দুর্নীতির বরপুত্র বেপরোয়া ওসি সজীব রহমান।

সরকারের বিশেষ একটি গোয়েন্দা সংস্থা কতৃক পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণকৃত প্রতিবেদনেও উঠে আসে ওসি সজীব রহমানের, গ্রেফতার, মামলা, গণহয়রানী, ঘুস বাণিজ্য, সীমান্ত চোরাকাবারি চক্র, চাঁদাবাজ চক্রের সাথে গোপন সখ্যতা সহ নানা বিতর্কিত কর্মকান্ডের তথ্যবলি।

শুক্রবার রাতে পুুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সুত্র জানান, বদলিকৃত মধ্যনগর থানার ওসি সজীব রহমানকে আপাতত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। পুলিশের অন্য কোনো ইউনিটে তাকে পদায়ন করা হয়নি।

ওই সূত্র জানায় সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে শনিবার (২৪ মে) দ্রত ছাড়পত্র গ্রহনের জন্য দাপ্তরিক নির্দেশনা দেয়া হয়েছে অন্যথায় পরদিন রোববার (২৫ মে) তাৎক্ষণিক ভাবে ওই প্রজ্ঞাপনে জারিকৃত বদলির পরিবর্তে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে মর্মে গন্য করা হবে।

শুক্রবার রাতে মধ্যনগর থানার ওসি সজীব রহমান মধ্যনগর থানা থেকে তাকে জনস্বার্থে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে বদলির বিষয়ে জানতে চাইলে বদলি হওয়ার বিষয়টি অবগত হয়েছেন বলে নিশ্চিত করেন।