• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা |

সেই বিতর্কিত ওসি সজীব রহমানকে মধ্যনগর থানা থেকে জনস্বার্থে বদলি

| নিউজ রুম এডিটর ৬:২৬ পূর্বাহ্ণ | মে ২৪, ২০২৫ আইন ও আদালত

সিলেট : সুনামগঞ্জে জেলা পুলিশের মধ্যনগর থানার ওসি সজীব রহমানকে জনস্বার্থে বদলি করা হয়েছে।
শুক্রবার রাতে পুুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিষ্ট্রেশন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গেল ১৪ মে পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বিতর্কিত ওসি সজীব রহমানকে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে জনস্বার্থে বদলি করা হয়।

অভিযোগ রয়েছে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ থেকে প্রত্যাহারকৃত সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ হেডকোয়ার্টারে রিপোটকৃত) আ.ফ.ম আনোয়ার হোসেন খান মোটা অংকের ঘুস নিয়ে বদলি বাণিজ্য জায়েজ করতে গিয়ে জেলার সীমান্ত সড়ক পথে চাঁদাবাজি, সীমান্ত -নৌ পথে চাঁদাবাজি , সীমান্ত ,হাওর,নৌপথ কেন্দ্রিক (মাদক,বিড়ি,কসমেটিকস, গরু, মহিষ, চিনি,খাদ্য সামগ্রী, কসমেটিকস,কাপড় চোরাচালান, অপরাধ প্রবণ মধ্যনগর থানায় ওসি হিসাবে সজীব রহমানকে পদায়ন করেন।
ওই থানায় যোগদানের পর থেকে মামলা, গ্রেফতার,গণহয়রানী ,ঘুস বাণিজ্য, জলমহাল দখলে গোপন সহযোগিতা, সীমান্ত চোরাচালান, সড়ক নৌ পথে চাঁদাবাজিতে চাঁদাবাজ চক্রকে মদদ জুগিয়ে দু’হাতে টাকা কামানো ছাড়াও নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন ঘুস দুর্নীতির বরপুত্র বেপরোয়া ওসি সজীব রহমান।

সরকারের বিশেষ একটি গোয়েন্দা সংস্থা কতৃক পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণকৃত প্রতিবেদনেও উঠে আসে ওসি সজীব রহমানের, গ্রেফতার, মামলা, গণহয়রানী, ঘুস বাণিজ্য, সীমান্ত চোরাকাবারি চক্র, চাঁদাবাজ চক্রের সাথে গোপন সখ্যতা সহ নানা বিতর্কিত কর্মকান্ডের তথ্যবলি।

শুক্রবার রাতে পুুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সুত্র জানান, বদলিকৃত মধ্যনগর থানার ওসি সজীব রহমানকে আপাতত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। পুলিশের অন্য কোনো ইউনিটে তাকে পদায়ন করা হয়নি।

ওই সূত্র জানায় সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে শনিবার (২৪ মে) দ্রত ছাড়পত্র গ্রহনের জন্য দাপ্তরিক নির্দেশনা দেয়া হয়েছে অন্যথায় পরদিন রোববার (২৫ মে) তাৎক্ষণিক ভাবে ওই প্রজ্ঞাপনে জারিকৃত বদলির পরিবর্তে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে মর্মে গন্য করা হবে।

শুক্রবার রাতে মধ্যনগর থানার ওসি সজীব রহমান মধ্যনগর থানা থেকে তাকে জনস্বার্থে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে বদলির বিষয়ে জানতে চাইলে বদলি হওয়ার বিষয়টি অবগত হয়েছেন বলে নিশ্চিত করেন।