• আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

খানাখন্দে ভরা ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের চারলেন বাস্তবায়নে মানববন্ধনে ‘সড়ক অবরোধের হুশিয়ারি’

| নিউজ রুম এডিটর ৪:২৩ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০২৫ সারাদেশ

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সাধারণ জনগণের ব্যানারে ‌ আজ রবিবার সকাল ১১ টার দিকে ‌ ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ‌ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক সংস্কারসহ চার লেনে সম্প্রসারণের দাবিতে সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

 

আয়োজক কমিটির সভাপতি মাহমুদুল হাসান ওয়ালিদ এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে ‌ ফরিদপুর শহরের ‌ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য রাখেন ‌ ফরিদপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব ‌ একে কিবরিয়া স্বপন, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় সূরা সদস্য ‌ অধ্যাপক আব্দুর তাওয়াব, জেলা আমির বদরউদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী অধ্যাপক এম এ সামাদ, সিনিয়র সাংবাদিক ‌ মফিজ ইমাম মিলন, বিশিষ্ট চিকিৎসক ‌ ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফারিয়ান ইউসুফ , জেলা বাস মালিক গ্রুপের ‌ সভাপতি ‌ কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের ‌ কর্মকর্তা দীন মোহাম্মদ দিনূ, সমাজকল্যাণ ফন্টের আহ্বায়ক হায়দার মোল্লা, ‌ ভিপি গিয়াস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, সংগঠক
আবরার নাঈম ইতু, ইমদাদুল হক খান, দিদারুল ইসলাম শাহ, মোঃ আরাফাত ‌, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ‌ মোহাম্মদ আল-আমিন ‌, কৃষক দলের সাধারণ সম্পাদক ‌ মুরাদ হোসেন, যুবদলের ‌ ‌সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন মিঠু, গণ অধিকার পরিষদের ‌ সভাপতি ফরহাদ হোসেন, গণ অধিকার ছাত্র পরিষদ ফরিদপুর এর নেতা জনি বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট, ফরিদপুর এর আহ্বায়ক নিতাই রায়, জেলা এনসিপির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সংগঠক হায়দার হোসেন , ২৫ নং ওয়ার্ডের ‌ সাবেক কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনু, প্রমূখ।

 


এ সময় তারা ভাঙ্গা-ফরিদপুর মহা সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরেন এবং বলেন। তারা বলেন ‌ এই রাস্তায় ‌ বর্তমানে চলাফেরা করা ‌ অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যে কারণে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
পাশাপাশি রাস্তার ক্ষতির কারণে ‌ অনেক সময় দুর্ঘটনায় ‌ মানুষজন মারা যাচ্ছে। এই মহাসড়কে টি‌ এখন আর শুধু সংস্কার করলেই হবে না। অবশ্যই একে চার লেনে রূপান্তরিত করতে হবে। এটা জনগণের দাবি এখানে কোন আপস চলবে না
‌ অবিলম্বে এ রাস্তার কাজ শুরু করা না হলে ‌ আগামী ‌ ২৩ শে জুলাই ফরিদপুরের সর্বস্তরের জনগণকে নিয়ে ‌ মহাসড়ক অবরোধ করা হবে।

এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে ফরিদপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।