• আজ ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

শেরপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

| নিউজ রুম এডিটর ৮:৪৮ অপরাহ্ণ | জুলাই ২১, ২০২৫ বিএনপি, রাজনীতি

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল। সোমবার (২১ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এড. সিরাজুল ইসলাম, সাবেক আহবায়ক আলহাজ্ব হযরত আলী,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জল, সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহম্মেদ প্রমূখ। মিছিলে জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা ঢাকায় ভয়াবহ বিমান দূর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। আহতদের আশু রোগ মুক্তি কামনা করেন নেতৃবৃন্দ। একইসাথে এ দূর্ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এসময় বক্তারা বলেন, দু’একটি রাজনৈতিক দল ক্ষমতার লোভে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপির জনপ্রিয়তা কমানোর জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে তারা। কাল্পনিক, অসত্য ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণকে উসকে দিতে তারা কাল্পনিক বক্তব্য উপস্থাপন করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূয়া আইডি চালু করে একের পর এক মিথ্যা ও গায়েবি অপপ্রচারে লিপ্ত রয়েছে তারা। এসব অপপ্রচার করে বিএনপির কোন ক্ষতি করা যাবে না। জনগণকে সাথে নিয়ে আমরা এর সমোচ্চিত জবাব দিবো।