

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ন্যাপ্রোপ্যাথি রোগের সমস্যা নিয়ে বিনা চিকিৎসায় ধুঁকছে কলারোয়ার স্কুল শিক্ষক রবিউল ইসলাম (৪২)। তিনি কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষিখোলা গ্রামের আকবর আলীর ছেলে। দীর্ঘদিন ন্যাপ্রোপ্যাথি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবণ যাপন করছেন তিনি।
বর্তমানে তিনি স্বাভাবিকভাবে সকল খাদ্য খেতে পারে না। এমনকি অস্বাভাবিক ভাবে চলা ফেরাও করতে পারছেন না। জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নিজের জমাকৃত সবটুকু হারিয়ে সকলের সহযোগিতা নিয়ে উন্নত চিকিৎসা করতে চান তিনি।
বর্তমানে প্রতি মাসে ২৫ হাজার টাকার ওষুধ সহ খরচ হচ্ছে। তার পক্ষে আর চিকিৎসা ও ওষুধ কেনা সম্ভব হচ্ছে না। এদিকে দিন দিন প্রাইমারী স্কুলের শিক্ষক রবিউল ইসলামের সারীরিক সমস্যা আরো অবনতি হচ্ছে। কিন্তু অর্থের অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে।
এমতাবস্থায় তিনি সমাজের দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। এজন্য তিনি -০১৭২৫৭৫৭৩২১, মোবাইল বিকাশ নম্বরে অথবা হিসাব নং: -২৮৮১০১০০১১৬৯৮, রুপালী ব্যাংক, কলারোয়া শাখায় সাহায্য পাঠাতে অনুরোধ করেছেন।