• আজ ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট : ভিপি নুর | দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা |

বিয়ের আগেই দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন কাইলি জেনার

| নিউজ রুম এডিটর ৮:২৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৮, ২০২১ বিনোদন

বিশ্বের সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ার মার্কিন মডেল ও অভিনেত্রী কাইলি জেনার। বেশ কিছুদিন ধরেই তার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

অবশেষে বুধবার (৮ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি নিজেই খবরটি নিশ্চিত করেছেন। তার দেয়া তথ্যমতে, বিয়ের আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন এই তারকা।

জানা গেছে, কাইলি জেনারের এই সন্তানের পিতা তার বর্তমান বয়ফ্রেন্ড র‍্যাপার ট্রাভিস স্কট। ২০১৭ সাল থেকে প্রেম করছেন তারা। ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি প্রথম সন্তানের জন্ম দেন কাইলি।

এরপর ২০১৯ সালের সেপ্টেম্বরে স্কটের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় কাইলির। কিন্তু করোনাকালীন লকডাউনের সময় সন্তানের কথা ভেবে তারা ফের একসঙ্গে বসবাস শুরু করেন। সেই সুবাদে পুনরায় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

ইনস্টাগ্রামে কাইলির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ফের মা হওয়ার খবর তিন বছরের মেয়ে স্টর্মি এবং বয়ফ্রেন্ড ট্র্যাভিসের সঙ্গে শেয়ার করছেন তিনি।

ডাক্তারের কাছে যাওয়া, মা ক্রিস জেনারকে খবর দেওয়া, মেয়ে স্টর্মির সঙ্গে বেশ কয়েকটি ছোট্ট ক্লিপও রয়েছে সেখানে। ভিডিওটি আপলোডের পর এখন পর্যন্ত প্রায় ৮ কোটি ভিউ হয়েছে। লাখ লাখ মন্তব্যে সবাই তাকে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন।

উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি প্রসাধনী ব্যবসার সঙ্গে জড়িত কাইলি জেনার। তার প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে বিস্তৃত। ইনস্টাগ্রামে তিনি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। তার অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ২৬৫ মিলিয়ন। অন্যদিকে তিনি ফলো করেন মাত্র ৭৫ জনকে। এখন পর্যন্ত ৬৭৯৪টি পোস্ট করেছেন তিনি।

পিএন/জেটএস