• আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান

| নিউজ রুম এডিটর ৮:৫৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০২১ সারাদেশ

তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়া। অদ্বৈত মল্লবর্মণের ‘‘তিতাস একটি নদীর নাম’’ব্যাপক জনপ্রিয়তা পায় যেমন, তেমনই তিতাস ও ব্রাহ্মণবাড়িয়াকে দেশ বিদেশে ব্যাপক পরিচিতি এনে দেয়। তবে বারবার কেন ব্রাহ্মণবাড়িয়ায় কেন সংঘর্ষ? প্রশ্ন থেকেই যায়।

নতুন খবর হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রান্না করার চুলার ধোঁয়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। উপজেলার কুন্ডা ইউনিয়নে গত বুধ ও বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ইদ্রিস মিয়ার স্ত্রী রুহেনা চুলায় রান্না করছিলেন। এ সময় চুলার ধোঁয়া প্রতিবেশী বাবরের বাড়িতে যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ তিনজন আহত হন।

ঘটনার পর রুহেনা পাশেই বাবা আক্কাস আলীর বাড়িতে চলে যান। পরের দিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রুহেনা বাবার বাড়িতে অতর্কিতে হামলা করেন বাবরের লোকজন। এ সময় গ্রামের লোকজন দুই পক্ষকে সমর্থন করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়।

রুহেনা অভিযোগ করে বলেন, চুলার ধোঁয়া নিয়ে আমাকে বাবর আলীর দুই ছেলেসহ তাদের লোকজন মারধর করে। পরে ভয়ে আমি বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়েও তারা আমাদের ওপর হামলা করে, আমাদের দুই বোনের স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে।

পিএন/জেটএস