
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কাশ্মিরের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে পাকিস্তান থেকে সশস্ত্র জঙ্গি সংগঠন অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এটি এই বছরের সবচেয়ে বড় অনুপ্রবেশের চেষ্টা।
এরই মধ্যে ছয়জন প্রবেশ করেছে ভারতের অভ্যন্তরে। তাদের প্রতিহত করতে নিয়ন্ত্রণ রেখা বরাবর গত ৪৮ ঘণ্টা ধরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা প্রথম নজরে আসে। তারপর থেকে এই নিয়ন্ত্রণরেখা বরাবর সজাগ রয়েছে সেনারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) থেকেই কাশ্মিরের উরি সেক্টরে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, এরই মধ্যে ছয় জনের একটি দল প্রবেশ করেছে ভারতের ভূখণ্ডে। তবে এখনও পর্যন্ত তাদের খোঁজ জানা যায়নি। জঙ্গিদের ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
পিএন/জেটএস
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে