• আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মারা গেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বাবা

| নিউজ রুম এডিটর ৩:৩১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০২১ বিনোদন

সপ্তাহের প্রথম দিনেই দুঃসংবাদ। পূজার ঠিক আগেই বাবা সন্তোষ মিত্রকে হারালেন শ্রীলেখা মিত্র। বেশ কিছু বছর আগে মাকে হারিয়েছেন তিনি।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে মাত্র দুটি শব্দ লিখতে পেরেছেন শ্রীলেখা, ‘আমার বাবা’। সংবাদ মাধ্যমসকে অভিনেত্রী জানিয়েছেন, তার বাবা আর নেই। অসংখ্য সমব্যথী ইতিমধ্যেই শোক, সমবেদনা জানিয়েছেন তাকে। খবর আনন্দবাজার পত্রিকা।

এক আগে একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, বাবা তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কোনও দিন, কোনও পদক্ষেপে বাধা দেননি তিনি। বরং নিজের পেশায় অভিনেত্রী যাতে আরও উন্নতি করতে পারেন তার উৎসাহ জুগিয়েছেন। সন্তোষ মিত্রও ছিলেন স্পেসিয়ান অভিনেতা।

পিএন/জেটএস


করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে