• আজ ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুটি কিডনির মাত্র ১০ শতাংশ সচল, বাঁচতে চান জালাল

| নিউজ রুম এডিটর ৪:৪৫ অপরাহ্ণ | অক্টোবর ১০, ২০২১ আন্তর্জাতিক, সারাদেশ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- স্রষ্টার এই সুন্দর পৃথিবীতে কে না বেশিদিন বেঁচে থাকতে চায়? কিন্তু রোগ, দরিদ্রতা মানুষকে বেশিদিন বেঁচে থাকার স্বপ্ন পূরণ হতে দেয় না। অপরিণত বয়সে এই পৃথিবী ছেড়ে অনেককে চলে যেতে হয়। এতে পরিবার-পরিজনের মাঝে নেমে আসে অপূরণীয় ক্ষতি।

তেমনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামের নিম্নবিত্ত পরিবারের আব্দুল মন্নাফের পুত্র
জালাল মিয়া। আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। মাত্র ৩২ বছর বয়সে দুরারোগ্য কিডনী রোগে আক্রান্ত। তার ২ টা কিডনির প্রায় ৯০ শতাংশ কার্যক্রম নষ্ট হয়ে গেছে।

বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের( পিজি হাসপাতাল) কিডনী বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রতি সপ্তাহে তার ৩ টা করে ডায়ালাইসিস লাগছে যা অত্যন্ত ব্যয়বহুল। কিডনী ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন না করা পর্যন্ত ডায়ালাইসিস চালিয়ে যেতে হবে। এই ব্যয়বহুল চিকিৎসা তার একার পক্ষে বহন করা অসম্ভব।

এ অবস্থায় জালাল কে বাঁচাতে আপনাদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিন। তার ৩ বছরের ছেলের মুখের দিকে তাকিয়ে তাকে বাঁচতে সহযোগিতা করুন….

সাহায্য পাঠাবেন যেভাবে

বিকাশ পার্সোনাল নাম্বারঃ 01725880667(বাবু)
01878534433(হাসান)
01758937316 (মাহবুব)

নগদ পার্সোনাল নাম্বারঃ
01878534433(হাসান)
01758937316 (মাহবুব)

#ব্যাংক একাউন্ট নাম্বারঃ

Md.Ahsan Habib
A/C No: 4901104808936001
BRAC Bank, Maijdee branch
Noakhali

Md.Ashraful Alam Siddique
A/C No: 19410157396
Dutch Bangla Bank,Jawtola Branch,Cumilla

পিএন/জেটএস