• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

লালমনিরহাটে নির্বাচনী ফলাফল নিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগঃ আহত ২০

| নিউজ রুম এডিটর ১০:৫৪ পূর্বাহ্ণ | নভেম্বর ২৯, ২০২১ লালমনিরহাট

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ও খুনিয়াগাছ ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের সাথে বিভিন্ন প্রার্থীর নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুপ্ত নেতা-কর্মী বিভিন্ন সড়ক অবরোধসহ ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।

রোববার সন্ধ‌্যার পর থেকে মধ‌্য রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব সংর্ঘষের ঘটনা ঘটে। ওই ঘটনা গুলোতে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় একটি সুত্র জানায়, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে নৌকার প্রার্থী গোলাম মোস্তফা স্বপনের নেতা-কর্মীদের সাথে পুলিশের ও খুনিয়াগাছ ইউনিয়নে লাঙ্গল’র প্রার্থী জুলফিকার আলী বুলু’র নেতা-কর্মীদের সাথে পুলিশের সংর্ঘষ ঘটে।

এ সময় বিক্ষুপ্ত নেতা-কর্মী সড়ক অবরোধসহ ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। এতে কমপক্ষে ২০ জন বিভিন্ন প্রার্থীর নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে ।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, যারা শান্ত পরিস্থিতি নষ্ট করতে ভাংচুর ও অগ্নি সংযোগ করছেন তাদের আইনের আওতায় আনা হবে।