মোঃফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রমজান মাদবর (২৮) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৭। উপজেলার বালাশুর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এঘটনায় গত শনিবার রাত ১১ টার দিকে রাঢ়ীখাল ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে আসামী রমজানকে গ্রেফতার করেন পুলিশ। রমজান মাদবর নতুন বাজারের আহম্মদ মাদবরের ছেলে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আসামীকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।