• আজ ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে ২লক্ষ ২০হাজার শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

| নিউজ রুম এডিটর ৮:০৮ অপরাহ্ণ | ডিসেম্বর ৯, ২০২১ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে লালমনিরহাটে এবার দুই লক্ষ ২০ হাজার ৮শত ৭৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ উপলক্ষে লালমনিরহাট সিভিল সার্জন সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা করেছেন। আগামী ১৪ জুলাই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে গোটা জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালের সিভিল সার্জনের হলরুমে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা তথ্য উপাত্ত তুলে ধরেন লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তথয় অফিসার মামুন অর রশিদ, লালমনিরহাট সিভিল সার্জন অফিসের সহ প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক এস গোকুল রায়সহ জেলায় কর্মরত ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারে লালমনিরহাট জেলায় দুই লক্ষ ২০ হাজার ৮শত ৭৩জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ০৬ থেকে ১১ মাস পর্যন্ত ২০ হাজার ৫শত জন শিশু নীল রঙের ও ১২ মাস থেকে ৪৯ মাস পর্যন্ত দুই লাখ শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬টি ইউনিয়নে মোট এক হাজার একশত ২০টি কেন্দ্রে দুই হাজার ২শত ৫২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। জেলায় মোট স্বাস্থ্য কর্মীর সংখ্যা ১৫৬ জন, পরিবার পরিকল্পনা কর্মীর সংখ্যা ৩৯ জন ও পৌরসভা স্বাস্থ্য কর্মীর সংখ্যা ১৫জন।