• আজ ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ | যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোর চেষ্টা | ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল? | ‘আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে’ | সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়, এনবিআরের সতর্কতা | নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা | সাংবাদিক হত্যায় সিসিটিভির ফুটেজ দেখে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৫ | হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো: ঢাবি উপাচার্য   | চব্বিশের গণঅভ্যুত্থানে শুধুমাত্র রাজধানীতেই গ্রেফতার ৫ হাজার! |

কাঁদলেন,কাঁদালেন বীর মুক্তিযোদ্ধা তনয়া!

| নিউজ রুম এডিটর ৬:০৬ অপরাহ্ণ | ডিসেম্বর ১৯, ২০২১ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: পিতার মরণোত্তর সম্মাননা পেয়ে অঝোর ধারায় কাঁদলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তনয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোসা. মনোয়ারা বেগম। একই সঙ্গে পিতার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদেরও কাঁদালেন তিনি!

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক তনয়া মনোয়ারা বেগম পিতার পক্ষে সংবর্ধনা, সম্মাননা, উপহার সামগ্রী হাতে নিয়ে পিতার সঙ্গে যুদ্ধকালীন সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের কাছে পেয়ে মুক্তিযুদ্ধে পিতার গৌরবময় অবদানে আবেগাপ্লুত হয়ে মঞ্চেই অঝোর ধারায় কাঁদলেন।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ৫নং সেক্টরের তৎকালীন সুনামগঞ্জ মহকুমার তাহিরপুর থানার টেকেরঘাট ৪নং সাব-সেক্টরের অধীনে নোয়াবন গ্রামের সিলেটি বনেদী পরিবারের প্রয়াত আব্দুল জহুরের বড় ছেলে আব্দুল হক মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

মুক্তিযুদ্ধে টেকেরঘাট সাব-সেক্টরের ‘মুক্তির মঞ্চে’ বৃহস্পতিবার মহান বিজয় দিবস ২০২১, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তনয়ার অঝোর ধারায় কান্নায় অনুষ্ঠানে অন্য বীর মুক্তিযোদ্ধারাও অঝোর ধারায় কাঁদলেন। এ সময় পুরো অনুষ্ঠান স্থলে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তনয়া মোসা. মনোয়রা বেগম পিতার মরণোত্তর সংবর্ধনা, সম্মাননা ও উপহার সামগ্রী হাতে পেয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবিরের প্রতিনিধি কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁ, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, থানা মুক্তিযোদ্ধা সংসদ (সাবেক) কমান্ডার রৌজ আলী, থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই খাইরুল আলম,শহীদ বীর মুক্তিযোদ্ধা,প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক,শিক্ষার্থীসহ সুশীল সমাজের মানুষজন।