• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

কাঁদলেন,কাঁদালেন বীর মুক্তিযোদ্ধা তনয়া!

| নিউজ রুম এডিটর ৬:০৬ অপরাহ্ণ | ডিসেম্বর ১৯, ২০২১ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: পিতার মরণোত্তর সম্মাননা পেয়ে অঝোর ধারায় কাঁদলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তনয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোসা. মনোয়ারা বেগম। একই সঙ্গে পিতার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদেরও কাঁদালেন তিনি!

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক তনয়া মনোয়ারা বেগম পিতার পক্ষে সংবর্ধনা, সম্মাননা, উপহার সামগ্রী হাতে নিয়ে পিতার সঙ্গে যুদ্ধকালীন সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের কাছে পেয়ে মুক্তিযুদ্ধে পিতার গৌরবময় অবদানে আবেগাপ্লুত হয়ে মঞ্চেই অঝোর ধারায় কাঁদলেন।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ৫নং সেক্টরের তৎকালীন সুনামগঞ্জ মহকুমার তাহিরপুর থানার টেকেরঘাট ৪নং সাব-সেক্টরের অধীনে নোয়াবন গ্রামের সিলেটি বনেদী পরিবারের প্রয়াত আব্দুল জহুরের বড় ছেলে আব্দুল হক মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

মুক্তিযুদ্ধে টেকেরঘাট সাব-সেক্টরের ‘মুক্তির মঞ্চে’ বৃহস্পতিবার মহান বিজয় দিবস ২০২১, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তনয়ার অঝোর ধারায় কান্নায় অনুষ্ঠানে অন্য বীর মুক্তিযোদ্ধারাও অঝোর ধারায় কাঁদলেন। এ সময় পুরো অনুষ্ঠান স্থলে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তনয়া মোসা. মনোয়রা বেগম পিতার মরণোত্তর সংবর্ধনা, সম্মাননা ও উপহার সামগ্রী হাতে পেয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবিরের প্রতিনিধি কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁ, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, থানা মুক্তিযোদ্ধা সংসদ (সাবেক) কমান্ডার রৌজ আলী, থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই খাইরুল আলম,শহীদ বীর মুক্তিযোদ্ধা,প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক,শিক্ষার্থীসহ সুশীল সমাজের মানুষজন।