

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ভাটারা সাঈদনগর এলাকায় একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হয়ে এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছেন। নিহত ওই শিশুর নাম রাবেয়া আকতার মিম (১২)।
শনিবার রাত সোয়া ৮ টার দিকে আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহ জাহান সিকদার। তিনি বলেন ভাটারা সাইদনগর পানির পাম্পের পাশে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত আটটা ২২ মিনিটে পৌঁছায়।
পরে আরো একটি ইউনিট আগুন নিভানোর কাজ করে। রাত ৯ টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। পরে ঝুপড়ি ঘর থেকে রাবেয়া আকতার মিমের লাশ উদ্ধার করেন। নিহতের পিতার নাম আবদুল মান্নান। মা হ্যাপি আকতার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকায়। ভাটারা থানায় পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে জানান ফায়ার সার্ভস কর্মকর্তা শাহ জাহান সিকদার।