• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

পূর্বশত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

| নিউজ রুম এডিটর ৯:৫২ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৩, ২০২২ ঢাকা, সারাদেশ

নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার আজিজ খান রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে বাসা থেকে ডেকে নিয়ে মোঃআমির হোসেন আকন্দ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা।

পরিবারের দাবি শনিবার (২২ জানুয়ারি)রাতের দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে একটার দিকে মৃত ঘোষণা করেন।

নিয়তের বোনজামাই রুবেল জানান,আমার শ্যালক দোকানে দোকানে পানি সাপ্লাই কাজ করতেন,রাতে আমার বাসা থেকে সালাম নামের একজন বাসা থেকে ডেকে নিয়ে যায়,পরে রাস্তার মধ্যে বালাম, কবীর,ও হুমায়ুন কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে,পরে রক্তাক্ত অবস্থায়,ওর বন্ধু মিলন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি জানান ৫/৬ মাস আগে কবীর ও হুমায়ুনের একটি বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ হয়,এর জের ধরেই আজকে তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলে। এই ঘটনায় ফালামকে আমরা মোহাম্মদপুর থানায় শপথ করি।

তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি, শরীয়তপুর জেলার,জাজিরা থানার, ছোট কৃষ্ণনগর গ্রামের,মৃত ইউনুস আলী আকন্দ এর সন্তান।বর্তমানে,লালবাগের শহীদ নগর ৫নং গলি এলাকায় থাকতেন। নিহত,পাঁচ ভাই তিন বোন সে ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে ।