• আজ ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজদিখানে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ২য় পর্যাযের ঘরের ভিত্তি প্রস্থর উদ্বোধন

| নিউজ রুম এডিটর ৬:২৫ অপরাহ্ণ | জানুয়ারি ২৩, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমিসহ ৩০ টি ঘরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে। উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের আশ্রায়ন প্রকল্পে ৩০ টি পরিবারকে এই ঘর দেওয়া হবে।

গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।

২য় পর্যায়ের এই প্রকল্পে উপজেলায় বিভিন্ন এলাকায় ৭৫ টি ঘর আগামী মার্চের মধ্যে তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, বাসাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন সাইফুল ইসলাম যুবরাজ, প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী খাইরুল বাসার, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারি প্রকৌশলী অপূর্ব ভক্ত প্রমুখ। এ সময় সুবিধাভোগীসহ বিভিন্ন দপ্তরের কর্মকতার্, রাজনৈতিক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।